দিনহাটা: দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় প্রায়ই দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে থাকে। কখনো কখনো পুলিশ তাদেরকে চিহ্নিত করতে পারলেও কখনো কখনো উপযুক্ত প্রমাণ পত্র হবে ব্যর্থ হতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। শহরে দুষ্কৃতী হামলা এবং তাদেরকে চিহ্নিত করতে বিভিন্ন এলাকায় বসানো শুরু হয়েছে সিসি ক্যামেরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও দিনহাটা থানার ব্যবস্থাপনায় থানায় কন্ট্রোল রুম সহ শহরের বিভিন্ন এলাকায় ৫০ টি সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে বিভিন্ন সময় দুষ্কৃতিদের চিহ্নিত করা অনেকটাই সহজ হবে পুলিশ প্রশাসনের কাছে। ইতিমধ্যে দিনহাটার চওড়াহাটের ব্যবসায়ীরা শহরের চওড়াহাট বাজার ও আশপাশ এলাকায় নিজেদের উদ্যোগে বেশ কিছু সিসি ক্যামেরা বসিয়েছে। মাস কয়েক আগে এই cc ক্যামেরার উদ্বোধন করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।এবার মন্ত্রী উদয়ন গুহ ও পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় এই ক্যামেরা বসানোর কাজ শুরুর পাশাপাশি থানায় কন্ট্রোলরুম হতে যাচ্ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হলে এবং ক্যামেরার কন্ট্রোলরুম দিনহাটা থানায় হলে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ এবং তাদের চলাফেরার উপরেও বিশেষ নজর রাখা সম্ভব হবে পুলিশ প্রশাসনের বলেই মনে করছে অনেকে। শহরকে দুষ্কৃতী মুক্ত করতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন,”শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রীযে উদ্যোগ নিয়েছেন তা যথেষ্ট সাধুবাদ যোগ্য।মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হলে দুষ্কৃতীদের চিহ্নিত করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর এই ক্যামেরাগুলির কন্ট্রোল রুম হবে দিনহাটা থানাতেই।











