ভিন্ন ধর্মী ছেলের সাথে বিয়ে, রায়গঞ্জে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা

IMG-20250712-WA0090

রায়গঞ্জ: বাড়ির অমতে এক ভিন্ন ধর্মের ছেলের সাথে বিয়ে করে পালিয়ে যায় তাদের মেয়ে। আর ঠিক এটাই মেনে নিতে পারেননি ওই মেয়ের বাবা-মা, মেয়েকে আর মনে রাখতে চান না তারা, এই চিন্তা করেই জীবিত মেয়ের শ্রাদ্ধ করে ফেললেন তারা। বাবা মা জানালেন ভালবাসলেও যদি নিজের ধর্মের ছেলেকে ভালোবাসতো, মেনে নিতাম আমরা, কিন্তু তা না করে আমাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে একটি অন্য ছেলের সাথে ও চলে গেল। এ মেনে নেওয়া আমাদের পক্ষে এই জীবনে আর সম্ভব নয়। টাইমের শেষকৃত্য করে ফেললাম আমরা। বড় আদরে ছিল তাদের মেয়ে, সামর্থ্য না থাকলেও মেয়ের আবদার কখনো দূরে সরিয়ে রাখেননি বাবা মা। আর বড় হয়ে সেই মেয়েই তাদের চোখের জলে ভাসিয়ে দিয়ে চলে গেল, কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। তাই পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজনদের সাথে এক হয়ে জীবিত মেয়ের শ্রাদ্ধ করে ফেললেন তারা। জানালেন বুকে পাথর রেখে এই কাজ করলাম। সম্মানের চাইতে বড় কিছুই নয়, এই ঘটনায় সাক্ষী থাকলো গোটা রায়গঞ্জের গ্রাম। সকলের মুখে এক কথা এই ধরনের ঘটনা আজও ঘটে চলেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement