শিলিগুড়ি: গত এক মাসের রেকর্ড পরিমাণে অপরাধ বেড়েছে শিলিগুড়িতে। দিন নেই রাত নেই অপরাধ হচ্ছে। এতটাই বেড়েছে অপরাধ যে সমালোচিত হতে হচ্ছে পুলিশকে। ছিনতাই থেকে ডাকাতি, চুরি সব ঘটে চলেছে একের পর এক। তাই এবার মাঠে নেমে পড়ল শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ। রাত্রিবেলা নজরদারি শুরু করে দিল তারা, পুলিশের তরফ থেকে জানা গেছে শিলিগুড়ি ৪৭টি ওয়ার্ডে এবার থেকে বাড়তি নজর থাকবে পুলিশের। রাতে অপরাধ হতো, এখন থেকে দিনেও শুরু হয়ে গেছে। ওর দুপুরে সোনার দোকানে চুরি অবাক করে দিয়েছে শিলিগুড়ির মানুষকে। তাই আর দেরি না করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। যে ভাবেই হোক অপরাধকে সংঘটিত করতে আর দেওয়া যাবে না। বেড়েছে মহিলা অপরাধীদের সংখ্যাও, তাই মহিলা পুলিশে এবার ছেলেদের সাথে তাল মিলিয়ে চলবে। ভেনাসমোড়, তিন বাতি মোড় এয়ার ভিউ মোড়ে থাকবে পুলিশ। কোন জায়গায় কোন অপরাধ হচ্ছে, এই খবর পেয়ে পুলিশ ছুটে যাবে। শিলিগুড়িতে অপরাধমুক্ত করতে এবার উঠে পড়ে লেগেছে শিলিগুড়ি পুলিশ। যেভাবেই হোক অপরাধীদের ধরতে হবে, বিশেষ করে সন্ধ্যার পর অপরাধ বাড়ছে, এটাও চিন্তা পুলিশের কাছে।