কপিল দেবকে ছাপিয়ে গেলেন বুমরা

1752257101724

লর্ডস: লর্ডসের অনার বোর্ডে নাম লেখালেন জসপ্রীত বুমরা। লর্ডস টেস্টের প্রথম দিন এক উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিন প্রথ ঘণ্টাতেই নেন আরও তিনটি উইকেট। তাও আবার এই তিন উইকেট নেন মাত্র ২ ওভারের মধ্যেই। লোয়ার অর্ডারে দুর্দান্ত জুটি গড়ে ইংল্যান্ড। শেষ দিকে আরও একটা উইকেট। সব মিলিয়ে পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরা। আর এতে শুধু লর্ডসের অনার বোর্ডে নাম লেখানোই নয়, কিংবদন্তি কপিল দেবকেও ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরা। ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ফাইফারের রেকর্ড ছিল কিংবদন্তি কপিল দেবের। ১২ বার বিদেশের মাটিতে ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নিয়েছিলেন কপিল দেব। এ বারের ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট লিডসেই সেই রেকর্ড ছুঁয়েছিলেন জসপ্রীত বুমরা। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে আরও একবার ফাইফার। সব মিলিয়ে বিদেশের মাটিতে তাঁর ১৩ তম ফাইফার। কপিল দেবের চেয়ে এগিয়ে। সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে ১৫তম।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement