একুশে জুলাই এর মহা মিছিল শিলিগুড়িতে

IMG-20250710-WA0126

একুশে জুলাই আসতে আর বেশি দিন নেই। বাংলা সব জায়গায় তৃণমূল কংগ্রেস প্রস্তুতি শুরু করে দিয়েছে একুশে জুলাই এর। জেনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ও। শিলিগুড়ি বিভিন্ন এলাকা জুড়ে একুশে জুলাই এর প্রস্তুতি শুরু হয়েছে। দার্জিলিং জেলা সভাপতি এবং চেয়ারম্যান দুজনে নেমে পড়েছেন একুশে জুলাই কে নিয়ে। নক্সাল বাড়িতে তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল অনুষ্ঠিত হলো একুশে জুলাই কে নিয়ে। জেলা সভাপতি এবং অন্যান্যরা এই মিছিলে উপস্থিত থেকে জনগণকে আহবান করলেন একুশে জুলাই এর। জেলা সভাপতি জানালেন সামনের বিধানসভা ভোট আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। তাই আগের থেকেই কর্মীদের এবং অন্যান্যদের একুশে জুলাই এর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটি স্মরণীয় দিন। এই দিনটি নানাভাবে নানা আড়ম্বরের সাথে পালন করা হবার আলোচনা করা হয়েছে। যেভাবেই হোক পালন করতে হবে একুশে জুলাই কে। ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে প্রচণ্ড গর্বের দিন। এটা আমাদের কাছে ভবিষ্যতে এক স্মরণীয় অধ্যায় হবে। এদিন মিছিলটি গোটা নকশালবাড়ি প্রদক্ষিণ করে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement