দিনহাটা: দিনহাটা সীতায় তৃণমূলের শহীদ সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় বিজেপিকে কঠোরভাবে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগ। ভিরে ঠাসা এই সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন “একজন তৃণমূল কর্মী আক্রান্ত হলে কোচবিহারের প্রত্যেকটি বিধানসভায় আটজন করে বিজেপি কর্মীকে আক্রমণ করতে হবে। শুধু তাই নয় যারা নির্বাচনে এজেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন তাদের এমনভাবে চাপ সৃষ্টি করতে হবে যাতে রাতে বিছানায় শুয়ে যেন না ভাবে আমি এজেন্ট হব। ” আগামী ২১ জুলাই কলকাতায় শহীদ সমাবেশের সভাকে সফল করে তুলতে দিনহাটা সিতাইয়ে তৃণমূলের প্রস্তুতি সভায় এভাবেই বিজেপিকে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন,” ওরা হয়ত কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে, কিন্তু এমন চাপ সৃষ্টি করতে হবে এজেন্ট হওয়ার স্বপ্ন দেখতে না পারে। “এ দিন এই সভায় বক্তব্য রাখেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীদের বক্তব্যকে কটাক্ষ করেন বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন,”উদয়ন গুহ এবং ওই দলের নেতাকর্মীরা বুঝে গিয়েছে ২৬ শে তাদের বিসর্জন অবশ্যম্ভাবী। তাই এখন থেকে বাজার গরম করতে আবোল তাবোল বলে সাধারণ মানুষকে ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। এতে লাভ কিছু হবে না।