শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল

Large-image-santanu

শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করেই মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে শান্তনু সেনকে নোটিসও পাঠিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এরপরেই বৃহস্পতিবার চিকিৎসক শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স ২ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। স্বাভাবিকভাবেই, দুই বছরের জন্য ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন না তিনি।
শান্তনু সেন নিজে একসময়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সরকার মনোনীত সদস্য ছিলেন। কিন্তু আরজি কর কাণ্ডের পর যখন তৃণমুলের সঙ্গে দূরত্ব বাড়ে, তখন রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সেই শান্তনুকেই এবার দোষী সাব্যস্ত করল মেডিক্যাল কাউন্সিল। অভিযোগ, কাউন্সিলে নথিভুক্ত নয়, এমন ডিগ্রি ব্যবহার করছিলেন এই চিকিৎসক নেতা। তদন্তে কমিটি রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরেই এই কড়া সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এর আগে ডিগ্রি বিতর্কে শান্তনু সেন বলেছিলেন, ‘আমি একশো শতাংশ সঠিক। যদি ওরা নিজেদেরকে না শোধরায়, ব্যক্তিগত আক্রোশে এই ধরণের অন্যায় কাজ করে, আমি উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাব। না হলে ন্যায়ালয়ের মধ্যে দিয়ে কীভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে’। শান্তনুর দাবি, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার কারণে, আমার সঙ্গে যে অন্যায় করছে, সেটা পেনাল এথিক্যাল কমিটি আমাকে ডাকার পর, তথ্য-প্রমাণ-সহ প্রমাণ করে দিয়েছি। তারপরেও আমার কাছে একটা চিঠি এসেছে’।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement