পুকুর থেকে ধরা পড়ল বিশাল আকারের কুমির

IMG-20250702-WA0004

সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর এলাকার হরিহর বেরারপুকুরে বিশাল আকারের কুমির এতেই আতঙ্ক ছড়ালো এলাকায়। উল্লেখ্য গত প্রায় একমাস আগে এই হরিহর বেরার পুকুরে ধরা পড়েছিল একটি কুমির। ব্রজ বল্লভপুর এলাকার জগদ্দল নদীর বাঁধের ঢিল ছোঁড়া দূরত্বের পেশায় কৃষক হরিহর বেরার বাড়ি। একই মাসে পর পর দুই বার কুমির দেখা গেল পুকুরে, আতঙ্কে জড়োসড়ো পরিবার। আজ বিকালে পুকুরে পা ধুতে গিয়ে দেখতে পায় কুমির ভাসছে পুকুরে। সঙ্গে সঙ্গে বনদপ্তর এর খবর দিলে পাথর প্রতিমা ফরেস্টের কর্মীরা পুকুরে জাল দিয়ে সন্ধ্যা নাগাদ কুমিরটিকে ধরে ফেলে। লম্বায় প্রায় ১২ ফুট দ্বিতীয়বার একই পুকুরে একটি আস্ত কুমির ধরা পড়ায় দিনের পর দিন আতঙ্ক গ্রাস করছে হরিহর বাবুর পরিবারে। কখন কিভাবে দুর্ঘটনা ঘটবে ঈশ্বর তা ভালো জানেন। আর এই কুমির ধরা পড়তেই উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement