গ্যাংটক এ উল্টে গেল মাল বোঝাই লরি

IMG-20250630-WA0080

শিলিগুড়ি: আজ সকালে গ্যাংটকের মে ফেয়ার লজের সামনে উল্টা গেল মালবোঝাই একটি লরি। গাড়িটিতে প্রচুর মাল ছিল কিভাবে ওই লরি উল্টে গেল জানা না গেলেও মনে করা হচ্ছে কোন গাড়িকে পাশ কাটাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ওই লরিটির চালক এবং খালাসি। প্রচুর মাল ছিল ওই লরিটির মধ্য। বহু মাল ওই লরির উপর দিয়ে নিচে পড়ে যায়। জানা গেছে ঐ লরিটি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রচন্ড ভারী বোঝাই হওয়ায় ওই লরিটির ড্রাইভার প্রচন্ড অসুবিধা মধ্যে পড়ে গিয়েছেন। প্রতিবাদ রক্ষা পেয়ে গেলেও এবার আর তাল সামলাতে না পারায় একেবারে নিচে পড়ে যায়। তবে ড্রাইভার এবং খালাসী সামান্য আহত হয়েছেন এই ঘটনার জন্য। স্থানীয় গ্রামবাসীরা সেনাবাহিনীর সাহায্যে ওই লরিটিকে উদ্ধার করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement