দিনহাটা: দেড় শতাধিক দুস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল ভারত সেবাশ্রম ও স্বেচ্ছাসেবী সংস্থা জি নেসেপ। রথযাত্রা উপলক্ষে দিনহাটার মাতালহাটের চালেরকুঠি চা বাগানের দুঃস্থ অসহায় মানুষের হাতে যৌথ উদ্যোগে নতুন বস্ত্র তুলে দেওয়ার এই অনুষ্ঠানে স্থানীয় এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল যথেষ্ট। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন বিষয় তুলে ধরেন ভারত সেবাশ্রমের মহারাজ। এদিন চা বাগান এলাকায় দেড় শতাধিক অসহায় মানুষের হাতে এই নতুন বস্ত্র তুলে দেওয়ার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্নিবেশ মহারাজ, জি-নেসেফের কর্ণধার পার্থ প্রতিম সরকার। পার্থ প্রতিম সরকার জানিয়েছেন, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতেই যৌথ উদ্যোগে এদিন এই বস্ত্র বিতরণ করা হয়।