পাকিস্তানে ফের সন্ত্রাসের আঁতুড়ঘর গড়ে তোলার চেষ্টা

IMG-20250628-WA0107

নয়াদিল্লি: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ যেসব জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তান সেগুলিই ফের তৈরি করছে! পাকিস্তান সেনা, গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ইমরান-সরকারের মদতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের  দুর্গম বনাঞ্চলে গড়ে উঠছে ছোট ছোট ‘হাই-টেক’ জঙ্গি প্রশিক্ষণ শিবির।উন্নত প্রযুক্তিতে সজ্জিত এসব ক্যাম্প তাপ, রাডার ও স্যাটেলাইট চিহ্ন এড়াতে সক্ষম। ঘাঁটিগুলিকে ভাগ করে রাখা হচ্ছে—প্রতিটি ক্যাম্পে ২০০-র কম জঙ্গি। নিরাপত্তায় থাকছে পাকিস্তান সেনার বিশেষ বাহিনী। গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাহাওয়ালপুরে এক গোপন বৈঠকে মিলিত হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা, হিজবুল মুজাহিদিন ও ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর শীর্ষ নেতারা। অপারেশন সিঁদুরে নিহতদের জন্য আয়োজন করা শোকসভার ভিডিওও হাতে এসেছে ভারতীয় সংস্থাগুলোর।সবচেয়ে বিস্ফোরক অভিযোগ—বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের আন্তর্জাতিক সাহায্যের টাকা ঘুরপথে ঢুকছে এই জঙ্গি পরিকাঠামোর পুনর্গঠনে! নতুন ক্যাম্প তৈরি হচ্ছে কেল, লিপা, কোটলি, দুধনিয়াল, আঁথমুকাম, ও জংলোরা-র মতো দুর্গম এলাকায়। গোটা প্রক্রিয়া ভারতীয় নজরদারি এড়াতে পরিকল্পিত। দিল্লি ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ পেশের তোড়জোড় শুরু করেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement