দেখতে দেখতে কালিন্দির ‘গোবিন্দ ভবন’ এর রথযাত্রা ২৭ তম বর্ষের পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এ এই বছর ধুমধাম করে রথযাত্রা পালন করল সাহা বাড়ির প্রতিটি সদস্য ও সদস্যারা। সাহা বাড়ি অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী অজয় সাহা ওরফে (মিঠু দা) গোবিন্দভবনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করেন, ওনার সাথে সহযোগিতায় থাকে ওনার পরিবারে স্ত্রী সুতপা সাহা দুই ছেলে অরিজিত সাহা, অরনিক সাহা এবং শাশুড়ি মা কাকলি বাখন্ডী। উক্ত রথযাত্রা উৎসবের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ইস্টবেঙ্গল ক্লাবের কর্ণধার দেবব্রত সরকার, ভারত বিখ্যাত ফুটবলার সমরেশ চৌধুরী, মিহির বসু, ভাস্কর গাঙ্গুলী, শিশির ঘোষ, সুমিত মুখার্জি, বিকাশ পাজী গোপাল দাস, বাপ্পাদিত্য সাহা, সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং আরো বিশিষ্ট ব্যক্তিরগন। শঙ্খ চ্যাটার্জি এবং সনাতন ধর্মের এক প্রধান সদস্য। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিদের উপস্থিতির ফলে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কালিন্দী অঞ্চলে মহাউৎসবের পরিণত হয়েছে। উপস্থিত ছিল বিখ্যাত গায়ক গায়িকা তুলিকা গঙ্গাধর এই দিন মন্ত্রী ও বিধায়ক সুজিত বোস উনি উপস্থিত ছিল না কিন্তু উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন সবার জন্য এবং অজয় সাহা জন্য মন্ত্রী সুজিত বোস বলেন প্রতিবছর গোবিন্দ ভবনের রথযাত্রা উৎসবে থাকি, বন্ধুবর অজয় সাহা ওরফে মিঠু বাড়িতে রথযাত্রা না আসলে রথের আনন্দ তাই অপূর্ণ থেকে যায় সুতরাং সাহা বাড়ি সঙ্গে আমার আত্মা সম্পর্ক বহু দিনে। রথ যাত্রার উপলক্ষে হাজার হাজার ভক্ত গোবিন্দ ভবন থেকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে। গোবিন্দ ভবনের (রথবাড়ি) রথযাত্রাকে কেন্দ্র করে দমদম ও কালিন্দী অঞ্চলে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মত।