শিলিগুড়ি: রথযাত্রা এর উদ্বোধন সবার আগে হয় ইস শিলিগুড়ির ইসকন মন্দির থেকে। আজ শিলিগুড়ি ইসকন মন্দির এর সামনে থেকেই উদ্বোধন হলো রথ যাত্রার। শিলিগুড়ি সবচাইতে বেশি আকর্ষণীয় এই রথযাত্রাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির অগণিত মানুষ। উপস্থিত জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন মানুষের পৌঁছে যেতে আমাদের দরকার ভগবানের আশীর্বাদের । তাই আজকের মহা পূর্ণের দিনটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। রথযাত্রা বাঙ্গালীদের কাছে একটু আবেগের বিষয়, রথের দড়ি টানাকে মানুষ পবিত্র মনে করে। তাই আজকের দিনে এখানে উপস্থিত থাকতে নিজের মন থেকেই বাধ্য হলাম। আমাদের সবার আশা আকাঙ্ক্ষা জগন্নাথ দেব পূরণ করবেন। এই কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করি। এদিন ইসকন মন্দিরের রথ দেখতে উপস্থিত ছিলেন অগণিত মানুষ।