মহাকাশ স্টেশনে শুভাংশুরা

IMG-20250626-WA0134

আঠাশ ঘণ্টার যাত্রা শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ চার নভশ্চর। দীর্ঘ সফরের পর বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছোয় ড্রাগন মহাকাশযান। সফল ভাবে মহাকাশ স্টেশনে ডক করেছে স্পেসএস্কের ড্র্যাগন ক্যাপসুল। বিকেল সাড়ে চারটের মধ্যে মহাকাশ স্টেশনে ঢুকে যান শুভাংশুরা। বুধবার বেলা ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণ হয়। মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। যাত্রার আধঘণ্টা আগে আবহাওয়া সংক্রান্ত ডেটা আপলোডিংয়ের সমস্যা দেখা দিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই সেই যান্ত্রিক সমস্যা মিটে যায়। এর পরেই শুরু হয় কাউন্ট ডাউন। আন্তর্জাতিক স্পেস সেন্টারের দিকে পাড়ি দেয় ড্রাগন। এরপর ২৮ ঘণ্টার সফর শেষে বৃহস্পতিবার বিকেলে মহাকাশে পৌঁছে যান শুভাংশুরা। দুপুর থেকেই শুভাংশুদের যান ‘ড্রাগন’-কে আইএসএস-এর সঙ্গে ‘ডকিং’ করানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। দুপুর ৩টে থেকে আইএসএস থেকে স্পেসএক্সের ওই মহাকাশযান স্পষ্ট দেখা যাচ্ছিল বলে জানিয়েছিল মহাকাশ স্টেশন। গোটা সফরে ড্রাগনে কোনও সমস্যা দেখা দেয়নি। থ্রাস্টারও ঠিকঠাক কাজ করেছে। নাসার নির্ধারিত সময়মতো বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ আইএসএসের হারমনি পোর্টে ড্রাগনের ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়। ড্রাগনের পাইলট ছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। মহাকাশযানটি চালিয়েছেন তিনিই। সঙ্গে ছিলেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর পেগি হুইটসন। পুরো সময় ধরে ‘ডকিং’-এর প্রক্রিয়ার দিকে নজর রেখেছিলেন তাঁরা। সেই মুহূর্তের সরাসরি সম্প্রচারও করেছে অ্যাক্সিয়ম স্পেস। পৃথিবী থেকেই গোটা প্রক্রিয়াটি দেখা গিয়েছে।শুভাংশুদের অভিযানের নাম ‘অ্যাক্সিয়ম-৪’। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন হুইটসন। এ ছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিনের এই অভিযানের গোটা সময়টা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই থাকবেন চার নভশ্চর। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। ১৯৮৪ সালে ইসরো এবং রাশিয়ার মহাকাশ গবেষণার অংশ হিসেবে মহাকাশ যাত্রা করেছিলেন রাকেশ শর্মা। তিনিই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি সফল মহাকাশযাত্রা করেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ৪১ বছর পর শুভাংশু শুক্লা মহাকাশ যাত্রা করলেন। শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement