যাত্রী সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে চালু হচ্ছে কোচবিহার শিলিগুড়ি এসি বাস পরিষেবা। গত কয়েক বছর আগেই পরিষেবা চালু হলেও মাঝে কিছুদিন বন্ধ থাকায় ফের তীব্র তাপদাহে যাত্রীদের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু হচ্ছে মঙ্গলবার থেকে। গত কয়েক দিনের তীব্র তাপদাহে সংস্থার এই উদ্যোগে ফের এই পরিষেবা চালু হতে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। সোমবার সংস্থার কোচবিহার জেলার মূল কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সাংবাদিকদের এ খবর জানিয়েছেন। পার্থপ্রতিম রায় বলেন, মঙ্গলবার থেকেই কোচবিহার শিলিগুড়ি এই বাস পরিষেবা চালু হচ্ছে। সংস্থার কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে এই পরিষেবার শুভ সূচনা হবে। সকাল ৭.৪০ মিনিটে কোচবিহার থেকে প্রথম বাস ছাড়বে। পরবর্তীতে বিকেল ২.৪০ মিনিটে দ্বিতীয় বাস ছাড়বে। একইভাবে শিলিগুড়ি থেকে সকাল ৮.৫০ মিনিটে প্রথম বাস ছাড়বে এবং বিকাল ৩.৫০ মিনিটে দ্বিতীয় বাস ছাড়বে। দুটি বাঁশি যাতায়াতের পথে পাঁচটি জায়গায় দাঁড়াবে। পুন্ডিবাড়ি, ফালাকাটা, ধুপগুড়ি, ময়নাগুড়ি বাইপাস এবং জলপাইগুড়ি বাইপাস এই পাঁচটি জায়গায় দাঁড়াবে। সরকারি নির্ধারিত যাত্রী ভাড়া রয়েছে ৩২০ টাকা। আগামী ছয় মাস যাত্রীদের সুবিধার্থে এই ভাড়ায় কিছু ছাড় দেওয়া হয়েছে। ১০০ টাকা কমিয়ে ভাড়া করা হয়েছে ২২০ টাকা। অফলাইন এবং অনলাইন দু ভাবেই যাত্রীরা টিকিট কাটতে পারবে। শিলিগুড়ি কোচবিহার এই রুটে এই পরিষেবা ছিল না। কোচবিহার শিলিগুড়ির মধ্যে দুটি এসি বাস চলবে এবং আগামী দিনে দীঘা পর্যন্ত এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভলভো বাস চলছে।