মধ্য হলদিবাড়িতে লোকালয় থেকে পাইথন উদ্ধার

IMG-20250620-WA0045

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের মধ্য হলদিবাড়ি এলাকায় লোকালয় থেকে একটি পাইথন উদ্ধার হল। বন বিভাগের চেংমারি বিটের বনকর্মীরা পাইথনটিকে উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পাইথনটিকে সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন মধ্য হলদিবাড়ির লোকালয়ে স্থানীয়রা পাইথনটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বন বিভাগের চেংমারি বিট অফিসে। এরপর বনকর্মীরা এসে পাইথনটি উদ্ধার করেন। স্থানীয়রা জানান, কয়েকদিন থেকে এলাকার বেশ কিছু হাঁস-মুরগি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন একটি হাঁস শিকার করে পাইথনটি। এরপরই স্থানীয়রা নিশ্চিত হন যে, এলাকার হারিয়ে যাওয়া হাঁস-মুরগি গুলি পাইথনটি খেয়ে নিয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া পাইথনটি ৮ ফুট লম্বা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement