বিনামূল্যে ঠোঁট-তালু কাটা রোগীদের অপারেশনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল। রবিবার দিনহাটা কলেজ প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল, আয়োজক সংগঠনের কর্ণধার শুভ্রজিৎ সাহা।ঠোঁট কাটা , তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।এদিন এই শিবিরে আন্তর্জাতিক সংস্থা অপারেশন স্মাইল-এর উদ্যোগে, ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি-এর পরিচালনায় এবং দিনহাটা কলেজ হেলথ ইউনিট-এর সহযোগিতায় রোগীদের স্ক্রিনিং ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এই শিবিরের মাধ্যমে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিহ্নিত করে তাদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভজিৎ সাহা জানান, “এই ধরনের জন্মগত ত্রুটিযুক্ত রোগীদের জন্য সঠিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই এই অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীরা বিনামূল্যে উন্নত চিকিৎসা পাক।দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমাদের কলেজ হেলথ ইউনিট এবং ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ১০-১২ জন রোগী এই শিবিরে এসেছেন, যাদের ঠোঁট ও তালু কাটা সংক্রান্ত সমস্যা রয়েছে। তাদের বিনামূল্যে অস্ত্রোপচার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে।