মুম্বই: বদলাতে চলেছে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার নিয়ম। এখন বাউন্ডারি লাইনের কাছে যে ভাবে বল শূন্যে ছুড়ে দিয়ে ক্রিকেটারেরা ছয় বাঁচান বা ক্যাচ ধরেন, আগামী দিনে তা আর করা যাবে না। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নতুন নিয়ম আনতে চলেছে। আগামী মাস থেকেই বাউন্ডারি লাইনের ধারে চোখ ধাঁধানো ‘বানি হপ’ ক্যাচ ধরার নতুন নিয়ম কার্যকর হবে। অনেক সময় বাউন্ডারি লাইনের বাইরে থেকে লাফিয়ে বল ভিতরে এনে ক্যাচ ধরেন ফিল্ডারেরা। এই ধরনের ক্যাচকে বলা হয় ‘বানি হপ’। এই ধরনের ক্যাচ ধরার নিয়মে পরিবর্তন আনছে এমসিসি এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।নতুন নিয়মে বলা হয়েছে, বাউন্ডারি লাইনের বাইরে একাধিক বার স্পর্শ করা যাবে না বল। ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে শূন্যে (লাফিয়ে) থাকলে এক বার বল ছুঁতে পারবেন। তার পর ক্যাচ ধরতে হবে বাউন্ডারি লাইনের ভিতর ঢুকে। অনেক সময় চার বা ছয় বাঁচানোর জন্য ফিল্ডারেরা লাফিয়ে বল মাঠের মধ্যে (বাউন্ডারি লাইনের ভিতর) পাঠিয়ে দেন। নতুন নিয়মে বল ‘ডেড’ না হওয়া পর্যন্ত ফিল্ডারকে থাকতে হবে বাউন্ডারি লাইনের ভিতরে। ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে চলে গেলে, চার বা ছয় দেওয়া হবে। একাধিক ফিল্ডার মিলে ফিল্ডিং করার নিয়মও পরিবর্তন হচ্ছে। অনেক সময় দু’জন ফিল্ডার মিলে একটি ক্যাচ ধরেন। যাকে বলা হয় রিলে ক্যাচ। এমন ক্ষেত্রে এক জন বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভিতরে পাঠিয়ে দেন। অন্য জন বাউন্ডারি লাইনের ভিতরে থেকে ক্যাচ ধরেন। এবার থেকে দু’জন ফিল্ডারকেই থাকতে হবে বাউন্ডারি লাইনের ভিতরে। না হলে চার বা ছয় হিসাবে ধরা হবে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ ধরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বাউন্ডারি লাইনের বাইরে প্রথম বার লাফিয়ে ভাল ভাবে বল ধরতে পারেননি ব্রিসবেন হিটের মাইকেল নেসের। দ্বিতীয় বারের চেষ্টায় বল ধরে মাঠের ভিতরে পাঠান তিনি। তার পর ভিতরে ঢুকে ক্যাচ সম্পূর্ণ করেন। সেই বিতর্কের পর নিয়ম পরিবর্তনের কথা ভাবা হয়।