মেসির কামব্যক ম্যাচে নায়ক আলভারেজ

IMG-20250606-WA0262

বুয়েনস আইরেস: জয়ের ধারা অব্যাহত রয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ যেই হোক না কেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঠিকই হাসিমুখে মাঠ ছাড়ছে। সেই ধারাবাহিকতায় আজ চিলির বিপক্ষেও জয় পেয়েছে। অবশ্য টানা চতুর্থ জয়ের ব্যবধানটা বড় নয়, ১-০ গোলের। জয়সূচক গোলের মালিক হুলিয়ান আলভারেজ। ম্যাচের ১৬ মিনিটে দলকে দারুণ এক কাউনটার অ্যাটাকে এগিয়ে দেন আলভারেজ। থিয়াগো আলমাদার পাস ধরে চিলির ডি বক্সে প্রবেশ করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড। প্রতিপক্ষের গোলরক্ষক ব্রায়ান কোর্তেস প্রতিহত করতে গোলবার ছেড়ে বেরিয়ে আসলে চিপ করে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। এর আগে অবশ্য ঘরের মাঠে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চিলি। তবে ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি বক্স থেকে নেওয়া অ্যালেক্সিস সানচেজের পাওয়ারফুল শক্তি ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। অন্যদিকে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা দুই মিনিট পরেই সুযোগ পেয়েছিল। কিন্তু ষষ্ঠ মিনিটে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি রদ্রিগো ডি পল। জুলিয়ান সিমিওনের বাড়ানো পাস বারের ওপর দিয়ে মারেন আর্জেন্টিনার মিডফিল্ডার। বিরতিতে যাওয়ার ঠিক আগে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ৪৩ মিনিটে নেওয়া তার মাটি কামড়ানো শটটি সরাসরি আসায় ধরতে কোনো অসুবিধা হয়নি চিলির গোলরক্ষক কোর্তেসের। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় চিলি। তবে লুকাস চিপিদার দূরপাল্লার শট ডান দিকে ঝাপ দিয়ে জাল অক্ষত রাখেন মার্তিনেস। দুই মিনিট পর চিলির আরেকটি আক্রমণও ভেস্তে দেন তিনি। গোলমুখে নেওয়া বদলি নামা জুলিয়ান আলতামিরানোর মাটি কামড়ানো শট। সেই আক্রমণের রেশ শেষ হতে না হতেই ফিরতি মিনিটে কর্নারের বিনিময়ে আরেকটি সেভ করেন আর্জেন্টিনার গোলরক্ষক। অর্থাৎ, ৪ মিনিটের মধ্যে তিনটি কঠিন আক্রমণের মুখোমুখি হন তিনি। মার্তিনেসের দুর্দান্ত কিছু সেভের আগে ৭ মাস পর আর্জেন্টিনার হয়ে আবারো মাঠে নামেন মেসি। ৫৭ মিনিটে বদলি নামা মেসি অবশ্য গোলে প্রত্যাবর্তন রাঙাতে পারেননি। তবে ম্যাচে ঠিকই ঝলক দেখিয়েছেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement