মাত্র ১৫ মাসেই রেকর্ড! ফুলবাড়ির ছোট্ট বিস্ময় তানভী

IMG-20250606-WA0234

বেবি চক্রবর্ত্তী

ফুলবাড়ি: মাত্র ১৫ মাস বয়সেই নিজের অনন্য প্রতিভায় তাক লাগিয়ে দিয়েছে ফুলবাড়ির খুদে তানভীর।পশু-পাখি, রং, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, এমনকি ইংরেজি এ টু জেড-এর সঙ্গে সংশ্লিষ্ট শব্দ—সবই নির্ভুলভাবে বলতে পারে এই বিস্ময় শিশু! তানভীরের অসাধারণ বুদ্ধিমত্তা, শেখার আগ্রহ ও স্পষ্ট উচ্চারণ দেখে মুগ্ধ হয়েছেন ইন্ডিয়া ষ্টার বুকস অফ রেকর্ড এর বিচারকরাও। আর সেখানেই স্থান পেয়েছে তার নাম শ্রেষ্ঠ ক্ষুদে প্রতিভার তালিকায়।এই অল্প বয়সে এমন সাফল্য শুধু পরিবারের নয়, গোটা এলাকার গর্ব। তার বাবা মা জানিয়েছেন প্রথমে তারা এতটা খেয়াল করেননি। মনে করেছিলেন মেয়ের ব্যাপারটা স্বাভাবিক। যখন আস্তে আস্তে তারা বুঝতে পারলেন তাদের মেয়ে অন্যান্য সাধারণ মেয়ের মত নয় তখন তারা তাকে উৎসাহিত করে গেলেন। আমরা আমাদের মেয়েকে কোন ভাবে চাপ দিতে চাইনা, আমরা চাইবো স্বাভাবিকভাবে ও বড় হোক। ও যে আজ এত কিছু বলতে পারছে এর কৃতিত্ব শুধুমাত্র ওর। তাই আমরা চাই ওকে নিয়ে যেন অতিরিক্ত কোন রকমের বাড়াবাড়ি না হয়। আমরা অপেক্ষা করবো ওর আরেকটু বড় হওয়ার জন্য , তবে আমরা এটুকু বুঝতে পারছি অন্যান্য সাধারণ মেয়ের মতো ও না। ঘরে এবং বাইরে সবকিছু স্বাভাবিকভাবে বলতে পারে তাদের মেয়ে, কেউ কোন কিছু জিজ্ঞাসা করলেই ঠোটের আগায় থাকে তার উত্তর। তাই তার বাবা-মা একটু হলেও আশঙ্কা নিয়ে থাকেন, এই ধরনের জনপ্রিয়তা ওর জীবনে বড় কাঁটা হয়ে দাঁড়াবে না তো?


ও বড় হয়ে আর পাঁচটা মেয়ের মত জীবন যাপন করুক, এটাই আমরা চাই। জানালেন ওর বাবা ও মা। এখন সারাদিনে এত লোকের ফোন আসে এত লোক দেখা করতে চায় এখানেই আশঙ্কায় আছি আমরা। জানালেন ছোট্ট তানভীর এর বাবা-মা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement