পরিবেশ দিবসে কাপড়ের ব্যাগ বিলি

IMG-20250606-WA0282

বেবি চক্রবর্ত্তী

নববারাকপুর: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে আসুন সবাই শপথ করি প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি শ্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নববারাকপুর পুরসভার উদ্যোগে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে পথচলতি সাধারণ মানুষ সহ ব্যবসায়ী দের কাপড়ের ব্যাগ বিলি করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। এছাড়াও পুরসভার ১৫ নং ওয়ার্ডের ৬নং ঝিল পাড়ে এনইউএলএম এর তত্ত্বাবধানে স্থানীয় উদ্যানে দশটি সুপারী গাছ লাগান হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, এনইউএলএম সিটি ম্যানেজার ড. তপন কুমার জানা, স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী সহ অন্যান্যরা।পুরপ্রধান প্রবীর সাহা বলেন প্রতি বছরের মতো এবছর ও পুরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। একদিকে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে স্বচ্ছতা অভিযানে কাপড়ের থলি ব্যাগ তুলে দেওয়া হয় পাশাপাশি পরিবেশ সবুজায়নে চারাগাছ রোপন করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement