গাছের জন্মদিন পালনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

IMG-20250606-WA0242

বেবি চক্রবর্ত্তী

সুন্দরবন: এ এক ভিন্ন স্বাদের- মানুষের মনিকোঠায় রাখতে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কেক কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যম দিয়ে বিগত বছরের পরিবেশ দিবসের রোপণ করা গাছের জন্মদিন পালনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধিকার সহযোগিতায় আন্তর্জাতিক মানের স্বেচ্ছাসেবী সংগঠন সিনির ব্যবস্থাপনায় এলাকার গণ্যমান্য সুধী জনেদের উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ দিনটিকে স্মরণ করে তারা। সুন্দরবন লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের মৈপিঠ কোষ্টাল এলাকায় গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের চৌরঙ্গীতে। কয়েক শত ছাত্রছাত্রী এলাকার শিক্ষক শিক্ষিকা পরিবেশ কর্মী সমাজের সর্বস্তরের মানুষ জনের সঙ্গে স্কুল পড়ুয়ারা হাতে ভিন্ন ভিন্ন বাণী সম্মোলিত একাধিক প্লাকার ফেস্টুন ব্যানারের মাধ্যমে সচেতনতার বার্তা বহন করে চললো কয়েক কিলোমিটার। অধিকাংশের হাতে প্ল্যাকার নিয়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে এলাকাবাসীদের সচেতনতার বার্তা দেন তারা। সাথে সাথে সাধারণ মানুষকে অবগতির জন্য প্লাস্টিক বর্জন বিষয়ক সচেতনতার ও বার্তা দেন তারা এলাকাবাসীদের কে। এ বিষয় নিয়ে পরিবেশ কর্মী প্রবীর মিশ্রের কথায় উঠে এলো আমাদের আশেপাশে পরিবেশ সুন্দর থাকলে মন ও মানসিকতার পরিবর্তন যেমন ঘটবে তেমনি সুস্থ সবল চিন্তার ও বিকাশ ঘটবে। এ বিষয় নিয়ে বৈকন্ঠপুর শিশু সেবা কেন্দ্রের কর্মকর্তারা জানান আমরা পারি আমাদের পরিবেশ কে সুস্থ সবল ও সুন্দর রাখতে। তাই আজ থেকে আমরা গাছ রোপন করবো ও তার পরিচর্যা করে যাবো- প্লাস্টিক বর্জন করে পরিবেশকে সুস্থ রাখবো। সাথে সাথে গাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করবো।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement