তন্ময় মাহারা, মালদহ: পৌর পরিষেবার অন্তর্ভুক্ত হলেও আজও তৈরি হয়নি রাস্তা। আবার কোথাও রাস্তা থাকলেও ভাঙাচোরা এবরো খেবড়ো। চলাচলের একেবারেই অযোগ্য। রাস্তা না থাকায় এলাকায় কোন যানবাহন চলাচল তেমন করে না। গোটা শহর জুড়ে এখন দাপিয়ে বেড়ায় টোটো। কিন্তু মালদার ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত এই এলাকার নাম শুনলেই পিছুটান নেন টোটো চালকেরাও। কারণ একটাই রাস্তা নেই এমনই অবস্থা ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের একাংশ নাগরিকদের। এই এলাকার কুলদীপ মিশ্র কলোনি সর্বোচ্চ এলাকা রাস্তার কাজ মাঝপথেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ রাস্তা সম্পূর্ণ হয়নি। এলাকাগুলির বাসিন্দাদের এখন একটাই দাবি রাস্তা। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে নাকি রাস্তা হচ্ছে গ্রামেগঞ্জে। আজকে গ্রাম গঞ্জের রাস্তা বেহাল রাস্তা দিয়ে চলতে গেলে দুর্ঘটনায় কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। গ্রামের পথশ্রী এখন হতশ্রীতে পরিণত হয়েছে। এইতো গেল গ্রামের কথা কিন্তু শহরের পৌর এলাকাতেও দেখা গেল রাস্তায় হয়নি। মাঝপথে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ হয়েছে কবেই বা রাস্তার কাজ সম্পন্ন হবে কোন উত্তর নেই পৌর নাগরিকদের কাছে। কিন্তু শহরের এই এলাকার রাস্তা কেন হচ্ছে না তার উত্তর আজও জানা নেই স্থানীয়দের। । পুরসভার দাবি, ধীরে ধীরে এলাকায় রাস্তা তৈরি হচ্ছে আগামীতে গোটা এলাকাতে রাস্তা তৈরি হবে। এদিকে রাস্তা না থাকায় ক্রমশো পিছিয়ে পড়ছে পুরসভার এই এলাকার বাসিন্দারা ।ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড কুলদীপ মিশ্র কলনি এলাকার বাসিন্দাদের অভিযোগ ভোট আসলেই কাউন্সিলর দের এলাকায় দেখা যায় তারা বলে ভোট দেন আমরা রাস্তার কাজ করে দেবো কিন্তু ভোট পেলেই আর তাদের দেখা যায় না। আমরা তাদের সাথে দেখা করতে গেলেও তারা দেখা করেনা এই রাস্তা দীর্ঘ ৪০ বছর ধরে এই অবস্থাতেই পড়ে রয়েছে কাজ শুরু হল মাঝ পথেই কাজ শেষ করে চলে যায় ভোট আবার যখন আসবে তখন আবার এই রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিবে জনপ্রতিনিধিরা । ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা যদিও রাস্তার এই সমস্যার কথাটি স্বীকার করে নেন তিনি জানান কুলদীপ মিশ্র করনে এলাকার বাসিন্দাদের যে রাস্তা নিয়ে অভিযোগ সেটা সম্পূর্ণ সঠিক। কেননা এই সমস্যাটা আমি নির্বাচিত হওয়ার পূর্বে প্রায় ৩০ বছর আগে থেকেই সমস্যাটা ছিল যারা সেই সময় পূর্বে নির্বাচিত কাউন্সিলর ছিলেন তারা এলাকার কাজ কিছু করতেন না তৃণমূল কাউন্সিলর হিসেবে আমি নির্বাচিত হবার পর এলাকায় রাস্তা ঢালাই করেছে লাইট দিয়েছি। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ি জানান ইংরেজবাজার পৌরসভায় দীর্ঘদিন যাবত তৃণমূল পরিচালিত ভোট চলে আসছে। কিন্তু আমরা দেখছি শহরের বিভিন্ন ওয়ার্ডে কোথাও ড্রেন হয়নি কোথাও রাস্তার কাজ সম্পন্ন হয়নি মাঝ পথেই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সেই কাজগুলিকে সম্পূর্ণ করার কোন ইচ্ছায় ইংরেজবাজার পৌরসভার নেই। মানুষ সাফার করছে পৌরসভার কোন ভূমিকা নেই তৃণমূল পরিচালিত এই পৌরসভা নিজের মত ভাবে চলছে।