জল অপচয় রোধে বার্তা রবীন্দ্রনাথ ঘোষের

IMG-20250603-WA0389

কোচবিহার: ভূগর্ভস্থ জলস্তর ক্রমশই কমছে। আগামী দিনে জল অপচয় বন্ধ না হলে জলের অভাব ঘটতে পারে। আর এর যথেষ্ট প্রভাব পড়বে জনজীবনে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি পৌরসভায় নিজের অফিসে বসেই সাংবাদিকদের বলেন, আগামী দিন এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে যদি আমরা জল অপচয় বন্ধ না করি। এক কঠিন দিনের অপেক্ষায় রয়েছি আমরা। আগামী প্রজন্মের জন্য যা এক অশনি সংকেত। ভূ-বিজ্ঞানীদের তথ্য তুলে ধরে তিনি বলেন, ইতিমধ্যেই ভূগর্ভের ৬১ শতাংশ জল খরচ হয়ে গেছে। বাকি রয়েছে আর মাত্র ৩৯ শতাংশ জল। এই সামান্য জল আগামী দিনে যদি সঠিকভাবে ব্যবহার না হয় বা সংরক্ষণ করা না যায় তাহলে এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে মানব জীবনে। সাংবাদিক বৈঠকে এই কঠিন পরিস্থিতির কথা তুলে ধরে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সকল নাগরিকদের উদ্দেশ্যে অনুরোধ জানান, তারা যেন এখন থেকেই জল অপচয় বন্ধ করেন। এছাড়া সাপ্লাই লাইন থেকে সরাসরি পাম মেশিন দিয়ে যাতে তারা জল উপরে না তোলেন। মেশিন দিয়ে জল উপরে তুললে সকল নাগরিকের কাছে সমানভাবে জল পৌঁছাবে না। প্রসঙ্গত সাপ্লাই লাইন থেকে মেশিন দিয়ে সরাসরি উপরে জল তোলা এক প্রকার ফৌজদারি অপরাধ বলে তিনি উল্লেখ করেন। কোচবিহার পৌর এলাকায় জল সরবরাহ ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, একমাত্র কোচবিহার পৌর এলাকাতেই দুই রকম পাইপ দিয়ে জল সরবরাহ হয় বাড়ি বাড়ি। একটি ক্ষেত্রে ১৮০ কিলোমিটার নলবাহিত পাইপ দিয়ে ভূগর্ভস্থ জল সরবরাহ হয়। অপরটির ক্ষেত্রে ১১৫ কিলোমিটার নলবাহিত লাইন দিয়ে তোরসা নদী থেকে জল এনে তা পরিশ্রুত করে বাড়ি বাড়ি সরবরাহ করা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement