নতুন মহকুমা হচ্ছে ফরাক্কা, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

IMG-20250603-WA0333

মুর্শিদাবাদে গিয়ে প্রশাসনিক বৈঠক থেকে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে, ফরাক্কায় নতুন মহকুমা গড়ে তোলা হবে। এবার মুর্শিদাবাদ জেলার ফরাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করবে বলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং ওই জেলার প্রশাসনিক কাঠামোয় যুক্ত হল আরও একটি মহকুমা। নয়া মহকুমা তৈরির প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।
নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরও একটি মহকুমা যুক্ত হল। নতুন ফরাক্কা মহকুমা গঠিত হচ্ছে ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও সূতি-২ ব্লক নিয়ে। এতদিন এই চারটি ব্লক জঙ্গিপুর মহকুমার অধীনে ছিল। কিন্তু বিশাল জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক এলাকা সামলাতে গিয়ে জঙ্গিপুর মহকুমা প্রশাসনের উপর অতিরিক্ত চাপ পড়ছিল। সেই পরিস্থিতিতে প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে ফরাক্কাকে পৃথক মহকুমা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
ফরাক্কার এসডিপিও দফতরেই এখন নতুন এসডিও বসবেন। পরে সেটার পরিবর্তন হতে পারে। আর সেখান থেকেই আপাতত পরিচালনা হবে মহকুমার প্রশাসনিক কাজকর্ম। জঙ্গিপুর মহকুমায় জঙ্গিপুর এবং ফরাক্কা—দুটি আলাদা পুলিশ মহকুমা রয়েছে। এখন ফরাক্কা নয়া মহকুমা হওয়ায় পুলিশের কাজ পরিচালনার ক্ষেত্রে আরও সুবিধা হবে।
নতুন মহকুমায় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য মন্ত্রিসভা ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে। এছাড়াও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিধিকে অনুমোদন দেওয়া হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement