যুদ্ধবিমানের চাকায় কলকাতায় ছুটবে ইসকনের রথ

IMG-20250601-WA0263

সপ্তর্ষি সিংহ

আগামী ২৭ জুন রথযাত্রা। কলকাতার রথযাত্রায় ইসকনের রথের ঐতিহ্য বরাবরের। এ বার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে চলেছে যুদ্ধবিমান সুখোইয়ের নাম। সিঁদুরের সাফল্য লেগে থাকা বায়ুসেনার সুখোইয়ের চাকায় এই বছর কলকাতার ইসকনের রথ চলবে। জানা গিয়েছে, যুদ্ধবিমানের ‘ফোর্থ জেনারেশন’-র চাকা লাগানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের চাকায়। ইসকনের তরফে সেই চাকা লাগানোর পর ২৪ কিলোমিটার রথ চালিয়ে পরীক্ষা মূলকভাবে বিষয়টি দেখে নেওয়ার পর ওই রথগুলিকে এ বার রথযাত্রায় পথে নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন রথগুলি তৈরি করা হয়েছিল, তখন তিনটি রথের চাকা তৈরি করেছিল ডানলপ। ২০০৯ সালেই রথের চাকার অবস্থা দেখে যোগাযোগ করা হয় ডানলপ কর্তৃপক্ষের সঙ্গে। ইসকনের তরফে চিঠি দিয়ে তাঁদের জানানো হয়, বোয়িং-৪৭৪ চাকাগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাই সেই চাকাগুলিকে বদল করে দেওয়া হোক। কিন্তু পাল্টা ডানলপ কর্তৃপক্ষ জানিয়েছিলেন, বোয়িং -৪৭৪ চাকা আর তাঁদের কাছে নেই, আর উৎপাদন বহু দিন তাঁরা বন্ধ করে দিয়েছেন। তাই ইসকনকে এ বিষয়ে বিকল্প বন্দোবস্ত করতে হবে।
এই বিষয়ে ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানান, ‘আমি যখন এমআরএফ-কে সুখোই টায়ার রথের জন্য তৈরি করার কথা জানাই, ওরা বিশ্বাসই করতে পারছিল না। এমনকি, ওরা রথের জরিপ করতে কলকাতাতে লোকও পাঠিয়েছিল।’ তাঁর সংযোজন, ‘ওরা যখন দেখে এই তিন রথ গত ৪৮ বছর ধরে বোয়িং বিমানের চাকায় চলছে, তখন তারা রাজি হয়ে যায়। পাশাপাশি, আমরা ওদের জানাই, এই বোয়িংয়ের সম্পূর্ণ বিকল্পই সুখোইয়ের চাকা। তাই সেটাই দরকার।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement