কেরলের নিলাম্বুর উপনির্বাচনে প্রার্থী দিল তৃণমূল

IMG-20250601-WA0326

নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল। এবার রবিবার কেরলের নিলাম্বুরে আয়োজিত হওয়া উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা করল জোড়াফুল শিবির। মনোনয়ন দেওয়া হয়েছে বিদায়ী বিধায়ক পিভি আনবরকে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই বাংলার তৃণমূলের হাত কেরলে ধরেছিলেন নির্দল বিধায়ক আনবর। ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নিয়েছিলেন। এবার জোড়াফুলে যোগদানের সুবাদে নিলাম্বুরের প্রার্থী হলেন পিভি আনবর।
কংগ্রেস-পন্থী পরিবারের জন্ম। সেই সূত্র ধরে ছাত্রবস্থা থেকে কেরলে কংগ্রেসের ছাত্র পরিষদে কাজ করেছেন এই পিভি আনবর। সংসদীয় রাজনীতিতে পা দেন ২০১১ সালে। সেই বছর এরানাড় বিধানসভা কেন্দ্র থেকে নির্দলীয় প্রার্থী হিসাবে ভোটে নামেন তিনি। কিন্তু হার হয় তাঁর। এরপর ২০১৪ সালে ফের একবার নির্দলীয় প্রার্থী হিসাবে কংগ্রেস-গড় ওয়েনাড়ে দাঁড়ান তিনি। লাভের লাভ কিছু হয়নি তাতে।
দুই দু’বার হারের পর অবশেষে ২০১৬ সালে সাফল্য। এলডিএফ-এর টিকিটে সেবার নিলাম্বুর থেকে দাঁড়ান তিনি। জয়ীও হন। একই ভাবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই একই কেন্দ্র থেকে পুনরায় জয়ী হয়ে ভার বাড়ে আনবরের। সম্প্রতি এলডিএফ-র বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দল ছাড়েন আনবর। ২০২৪ সালের অক্টোবরে ডেমোক্র্যাটিক মুভমেন্ট অব কেরল নামে একটি দল তৈরি করেন তিনি। সেই দুর্বিষহে সময়ে পাশে দাঁড়ায় তৃণমূল। এরপর নিজের দলকেই ঘাসফুল শিবিরের সঙ্গে জুড়ে দেন আনবর। নিজের জেতা আসনেই পুনরায় বিদায়ী বিধায়ক হয়ে আপাতত ভোটযুদ্ধে নামতে চলেছেন তিনি।
এদিন এই প্রসঙ্গে নিজেদের সমাজমাধ্যমে তৃণমূল জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও অনুপ্রেরণায় কেরলের উপনির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন রয়েছে ভোটযুদ্ধ। আর তাতেই এবার তৃণমূলের সারথী আনবর। অন্য়দিকে, নির্বাচনী লড়াইয়ে ঘুঁটি সাজিয়ে ফেলেছে বিজেপিও। পদ্ম শিবির সূত্রে জানা গিয়েছে, ওই কেন্দ্রে বিজেপি হয়ে দাঁড়াচ্ছেন মোহন জর্জ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement