সপ্তর্ষি সিংহ
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির প্রচারের সুর বাঁধতে কিছুদিন আগে রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সফরের ৪৮ ঘন্টা পর রবিবার শহরে পা রাখবেন অমিত শাহ। সুচি অনুযায়ী শনিবার রাতেই কলকাতা বিমানবন্দরে পা রেখে বাইপাসের একটি হোটেলে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত বৈঠক করবেন বলে খবর।এরপর রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে বিজেপি নেতা-কর্মীদের নিয়ে একটি সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে বক্তব্য রাখবেন। সম্মেলনে থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্বরা। থাকবেন জেলা সভাপতি, মণ্ডল সভাপতিরা। এছাড়াও থাকার কথা মণ্ডল পদাধিকারী-সহ বিভিন্ন স্তরের নেতৃত্বের। থাকবেন মোর্চার পদাধিকারীরাও।শুক্রবার বিকালে নেতাজি ইনডোর প্রাঙ্গনে সভাস্থল খতিয়ে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপর শনিবার সকালে বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ বৈঠক করেন দলের কর্মীদের সঙ্গে।সূত্রের খবর, নেতাজি ইন্ডোরে দলের সম্মেলনের স্বামী বিবেকানন্দের সিমলার বাড়িতে সাধু-সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন শাহ। সেই কর্মসূচি সেরে দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর।
আগামী কয়েক মাস কোন পথে চলতে হবে, কী কী করতে হবে, কোন কৌশলে ভোট যুদ্ধে কিস্তিমাত করা যাবে, তার রূপরেখা অমিত শাহ স্থির করে দেবেন বলেই আশা প্রকাশ করেছেন বঙ্গ নেতারা।