জঙ্গিনিধনে ইতিহাস সৃষ্টি করেছে অপারেশন ‘সিঁদুর’, দাবি মোদির

IMG-20250531-WA0270

মধ্যপ্রদেশের ভোপালে রাণী অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকীতে ‘মহিলা সশক্তিকরণ মহা সম্মেলনে’ অংশ নিয়ে বড়সড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল জঙ্গিনিধন অভিযান হল অপারেশন সিঁদুর। মোদির দাবি, পাকিস্তানের এতটা ভিতরেঢুকে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, যে পাক সেনাও সেটা কল্পনা করতে পারেনি।প্রধানমন্ত্রী বলেছেন, “পহেলগাঁতে সন্ত্রাসবাদীরা কেবল রক্তাক্তই করেনি। তারা আমাদের সংস্কৃতিতে আক্রমণ করেছে। তারা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে। সন্ত্রাসবাদীরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং এই চ্যালেঞ্জ জঙ্গি এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য ধ্বংসে পরিণত হয়েছে।চলতি বছর ২২শে এপ্রিল, লস্কর সন্ত্রাসবাদীরা বৈসারনে ২৬ জনকে গুলি করে হত্যা করেছিল। সেই হামলার প্রতিশোধ হিসেবে ভারত অপারেশন সিঁদুর অভিয়ান চালায়।
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনা বাহিনী জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। স্বামীহারা নারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর।’ যা নিয়ে হইচই পড়ে য়ায় দুনিয়াজুড়ে। পাল্টা আক্রমণ করে পাক বাহিনীও। যা প্রতিহত করে ভারতীয় বাহিনী। যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতে থাকে। শেষমেষ পাক অনুরোধে যুদ্ধবিরতি হয় দুই দেশের মধ্যে। এ দিন সেই অপারেশন সিঁদুর নিয়ে সাফল্যের কতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “ভারত পাকিস্তানকে অবাক করে দিয়েছে কারণ আমাদের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানে শত শত কিলোমিটার প্রবেশ করে শিবিরগুলি ধ্বংস করা হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল অভিযান হল অপারেশন সিঁদুর।সীমান্তে সবচেয়ে বেশি সার্জিক্যাল স্ট্রাইক কারা করেছে তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী মোদির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যবাহী।প্রধানমন্ত্রী আরও বলেন যে, “ভবিষ্যতে যদি ভারতে আবার আক্রমণ করা হয়, তাহলে জঙ্গি এবং তাদের পৃষ্ঠপোষক উভয়কেই এর জন্য চরম মূল্য তোখাতে হবে। অপারেশন সিঁদুর স্পষ্টভাবে এই বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদের মাধ্যমে ছায়া যুদ্ধ আর সহ্য করা হবে না। এখন, আমরা ওদের ঘরে ঢুকে মারব। যারাই জঙ্গিদের সাহায্য করবে তাদেরই ভয়ঙ্কর মূল্য চোখাতে হবে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement