এসডিপিও অফিসে হাজিরা এড়ানোয় কেষ্টকে ফের হাজিরার নোটিশ

IMG-20250531-WA0293

বোলপুর থানার আইসি লিটন হালদার কে অস্রাব্য ভাষায় গালি দেওয়ার অভিযোগে শনিবার বোলপুর এসডিপিও অফিসে হাজিরা নোটিশ পাঠিয়েছিল অনুব্রত মণ্ডল কে বোলপুর থানার পুলিশ। কিন্তু অসুস্থতা এবং ব্যক্তিগত কাজ দেখিয়ে শনিবার অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা এড়িয়ে যান। বদলে পুলিশের কাছে বিপদতারণ ভট্টাচার্য কৌশিক চক্রবর্তী সহ ৫ জন আইনজীবীকে পাঠিয়ে দেন পুলিশের কাছে। পুলিশের কাছে হাজিরা জন্য আরো কিছু সময় আদায় করার জন্য। কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই মামলায় অতিরিক্ত কোন সময় অনুব্রত মণ্ডল কে দেওয়া হবে না বরং রবিবার পুলিশের কাছে হাজিরা দেওয়ার জন্য ফের নোটিশ পাঠানোর তোড়জোড় শুরু করেছে পুলিশ। শনিবার বিকেল পাঁচটা নাগাদ বোলপুর তৃণমূল পার্টি অফিসে পুলিশের নোটিশ পৌঁছে যায় আগামীকাল ফের হাজিরা জন্য। ইতিমধ্যে এই ঘটনা রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তবে পুলিশের তলব এড়িয়ে গেলেও শনিবার যথাসময়ে বোলপুর তৃণমূল কারণ কংগ্রেস কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে দেখা করার জন্য অনুব্রত মণ্ডল উপস্থিত হয়েছেন। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বোলপুর থানার আইসির দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের স্বার্থে। বীরভূমের পুলিশ সুপার শ্রী আমনদীপ জানিয়েছেন, পুলিশ অফিসার কে অকথ্য ভাষায় তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার, ৭২,১৩২,২২৪,ও৩৫১ ধারায় মামলা রুজ করা হয়েছে। এরমধ্যে দুটি জামিন অযোগ্যধারায় মামলা হয়েছে। শনিবার কর্তব্যরত পুলিশ অফিসার কে অস্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে রামপুরহাট এবং সাঁইথিয়া থানায় বিজেপি তরফ থেকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি চেয়ে অভিযোগ করা হয়েছে। গোটা বিষয়টিতে মারাত্মক ব্যাক ফুটে রয়েছে অনুব্রত মণ্ডল। রাজনৈতিক মহলে বিশ্লেষণ, দলীয় কর্মীদের পরামর্শকে তাচ্ছিল্য করার ফল ভুগতে হচ্ছে অনুব্রত মণ্ডল কে। দলের লোকেরাই দিদির প্রিয় কেষ্টকে এমন বেকাদায় ফেলে দিয়েছে যেখান থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে পারবে কিনা সন্দেহ। তবে অনুব্রত মণ্ডলের এই কাদায় পড়ে যাওয়ার সময়কে হাতিয়ার করে চাঙ্গা হচ্ছে কাজল গোষ্ঠী। বীরভূম জেলার রাজনৈতিক মহলের অন্দরমহলে কান পাতলা এই শোনা যাচ্ছে, এতদিনে অনুব্রত মণ্ডল কে ঝোকানো সম্ভব হয়েছে। কয়েকদিন আগে সিউড়িতে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল থেকে অনুব্রত মণ্ডল ডায়লগ দিয়েছিল পুষ্পা ঝুকেগা নেহি, হোগা দেখলে গা,, কাজল গোষ্ঠী অনুগামীদের দাবি পুষ্পা দলের কঠোর নির্দেশ আসার পরে এই মাত্র ৩০ মিনিটে ঝুকে গিয়েছে। এরপর বিদেশ থেকে অভিষেক ব্যানার্জি ফিরে এসে আরো কঠোর ব্যবস্থা নেবে তখন পুষ্পা গর্তে ঢুকে যাবে। এখন দেখার অনুব্রত মণ্ডল কে কতটা সমর্থন যোগায় তার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement