মুম্বাই: ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএল ফাইনাল। ফাইনালে বিশেষ সম্মান জানানোর জন্য বিসিসিআইয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের। আমন্ত্রণ জানানো হয়েছিল ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নেভি চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ও এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকে। ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্যের পর বোর্ড তিন সেনার প্রধানদের আইপিএল ফাইনালে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন সেনাপ্রধানের কেউই আইপিএল ফাইনালে উপস্থিত থাকতে পারছেন না নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সূত্রের খবর, তাঁরা বিসিসিআইয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। থাকছেন না ফাইনালে। কিন্তু কেন তা জানা যায়নি।প্রসঙ্গত, সপ্তাখানেক আগেই বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছিলেন, তিন সেনাপ্রধান ছাড়াও সিনিয়র অফিসার ও জওয়ানদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, কেউই আসছেন না।
স্টেডিয়ামে ১০০০ বিশেষ আসনেরও ব্যবস্থা করেছিল বিসিসিআই। যেখানে সেনা অফিসাররা তাদের পরিবারের সঙ্গে খেলা দেখতে পারবেন। এমনকী স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভারতীয় সেনার বীরগাথা নিয়ে ছোট্ট প্রদর্শনীর ব্যবস্থাও করেছিল বিসিসিআই। কিন্তু এখন সেই অনুষ্ঠান হওয়া নিয়েও রয়েছে সংশয়।ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৃহস্পতিবারই নাকি কেন্দ্র সরকারের তরফে বিসিসিআইকে জানিয়ে দেওয়া হয়েছে তিন সেনাপ্রধান ফাইনালে হাজির থাকতে পারবেন না। এখন শোনা যাচ্ছে, খেলা শুরুর আগে গায়ক শঙ্কর মহাদেবন দেশাত্মবোধক গান গাইবেন।