পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের ফাইনালে চলে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট হাতে রান না পেলেও, মাঠে সক্রিয় ছিলেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে রজত পতিদার ফিরলেও, প্রথম কয়েক ওভারে ফিল্ডিং সাজাতে দেখা যায় কোহলিকে। শুধুমাত্র স্ট্র্যাটেজি তৈরি করেননি, দলের সবাইকে মোটিভেটও করেন।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে আরসিবির বোলাররা। সুযোগ হাতছাড়া করেননি কোহলি। পাঞ্জাবের ব্যাটারদের স্লেজিং করেন। বৃহস্পতিবার পাঞ্জাবের টপ অর্ডার ডাহা ব্যর্থ হয়। ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে মুশির খানকে নামানো হয়। টানা তরুণ ক্রিকেটারকে স্লেজিং করেন বিরাট। সরফরাজ খানের ভাই মুশির। প্রথম কোয়ালিফায়ারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আইপিএলে অভিষেক হয় তাঁর। কিন্তু তাঁকে স্বস্তিতে থাকতে দেননি কোহলি। মুশির ক্রিজে নামার সঙ্গে সঙ্গে বিরাট তাঁকে ‘ওয়াটার বয়’ বলে ডাকেন। যে কয়েক ওভার আগে সতীর্থদের জল দিতে মাঠে নেমেছিল। কোহলির এই আচরণ সোশ্যাল মিডিয়ায় চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। একাংশ মনে করছেন, মুশিরকে ‘ওয়াটার বয়’ বলে তাঁকে হেয় করেছেন বিরাট। তবে কোহলির হয়ে সওয়াল করে তাঁর ফ্যানরা। বলেন, আইপিএলের শুরুতে মুশিরকে নিজের ব্যাট উপহার দেন তারকা ক্রিকেটার। অনেকেই বলেন, মুশির বিরাটকে ভাই মনে করে। মাঠে যা হয়েছে সবটাই ক্রিকেটীয় পরিধির মধ্যে। কোয়ালিফায়ারের মতো হাই প্রোফাইল ম্যাচে বিপক্ষের প্লেয়ারদের মনসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে অনেকেই। মুশিরই পাঞ্জাবের শেষ ব্যাটার ছিলেন। তাই তাঁকে উইকেটে থিতু হতে দিতে চাননি কোহলি। তাঁকে দ্রুত ফেরানোর প্রচেষ্টায় স্লেজিং করে বসেন তারকা ক্রিকেটার।