মুম্বাই: ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাক করেছেন করুণ নায়ার, শার্দূল ঠাকুররা। কিন্তু সরফরাজ খান থেকে গিয়েছেন ব্রাত্য। বর্ডার গাভাসকার ট্রফিতে দলে থাকলেও একটিও টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। আর তাই কোনও সুযোগ না দিয়েই এক জন ক্রিকেটারকে বাদ দেওয়ার বিষয়টি মানতে পারছেন না দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। তিনি নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। মূলত গৌতম গম্ভীরের দিকেই আঙুল তুলেছেন তিনি। মঞ্জরেকার বলেছেন, ‘রোহিত আর টেস্ট দলে নেই। কিন্তু গম্ভীর জমানায় দেখতে পাচ্ছি দল নির্বাচনের সময় অনেকের পারফরম্যান্সকেই অগ্রাহ্য করা হচ্ছে।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘ক্রিকেটারদের সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে প্রতিপক্ষ ও পরিস্থিতির উপর।’সরফরাজ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ঘরের মাঠে চার টেস্টে তিনটি অর্ধশতরান ও একটি ১৫০ রানের ইনিংস। ব্যর্থতা বলতে চারটে ইনিংসে। তারপরেও অস্ট্রেলিয়ায় একটিও ম্যাচ খেলার সুযোগ পেল না সরফরাজ।’ এরপরই মঞ্জরেকার বলেছেন, ‘ইংল্যান্ড সফরে সরফরাজকে বাদ দেওয়া হয়েছে। সাম্প্রতিক অতীতে নায়ারের থেকে সরফরাজের রান বেশি ছিল। তাই এই নির্বাচনটা পারফরম্যান্সের ভিত্তিতে হয়নি। টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কেউ হয়ত ভেবেছেন সরফরাজ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় রান পাবেন না। নায়ার সফল হবেন।’ যদিও ভারত এ দলে আছে সরফরাজ। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচকেই এখন পাখির চোখ করছেন সরফরাজ। সদ্য ১০ কেজি ওজন ঝরিয়েছেন।