জাদেজার সাফল্যের পিছনে বিহারের দুই মহেন্দ্র সিং

IMG-20250529-WA0407

চেন্নাই: দুই মহেন্দ্র সিং বদলে দিয়েছেন তাঁকে। একজন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আরেকজন কে?
জাদেজার সাফল্যের পিছনে থাকা এই দুই মহেন্দ্র সিং আবার বিহারের মানুষ। রবিচন্দ্রন অশ্বিনের পডকাস্টে এসে জাদেজা তাঁর ক্রিকেট পরিক্রমার কথা তুলে ধরেছেন। সেখানেই তাঁর ক্রিকেট জীবনের দুই ব্যক্তিত্বের প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন। জাদেজা বলছেন, ”আমার ক্রিকেট জীবনের সঙ্গে জড়িয়ে দুই মহেন্দ্র। একজন মহেন্দ্র সিং ধোনি। অন্যজন মহেন্দ্র সিং চৌহান। আমি জামনগরের ক্রিকেট বাংলো মাঠে খেলা শুরু করি। তখন আমার বয়স ৮-৯। আমার কোচ এখনও ওই মাঠেই কোচিং করান। তিনি আবার বিহারের মানুষ। আমার কোচের নাম মহেন্দ্র সিং চৌহান। মাহি ভাইকেও আমি এই গল্প বলেছি।” মহেন্দ্র সিং চৌহান প্রাক্তন পুলিশ অফিসার। তাঁর জন্যই জাদেজার অ্যাথলেটিসিজম বেড়েছে। তাঁর জন্যই মাঠের ভিতরে এত ক্ষিপ্র জাদেজা। দেশের তারকা অলরাউন্ডার বলেন, ”স্যর প্রাক্তন পুলিশ অফিসার। ক্রীড়াবিদরা তাঁদের ফিটনেসের চূড়োয় থাকবে, এটাই চাইতেন কোচ। তিনি মনে করতেন ব্যাটিং-বোলিং করে দেওয়া যায়। প্রচুর দৌড়নো দরকার। জামনগরে ১৫-২০ কিমি দৌড়নোর জন্য আমার ফিটনেস এবং ফিল্ডিং দক্ষতা ক্ষুরধার হয়েছে।”
মহেন্দ্র সিং ধোনি দেশের তারকা অলরাউন্ডারকে ঘষেমেজে আরও বেশি ধারালো করেছেন। তাঁর মেন্টর ধোনি সম্পর্কে জাদেজা বলছেন, ”ধোনির শ্রেষ্ঠত্ব এক কথায় ব্যাখ্যা করা যাবে না। মাহি ভাই সবার থেকে উপরে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement