মেক্সিকো: আল নাসের অধ্যায় শেষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সৌদি প্রো লিগ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো জানিয়ে দেন, ”দ্য চ্যাপ্টার ইজ ওভার। দ্য স্টোরি? স্টিল বিং রিটেন। গ্রেটফুল টু অল। রোনাল্ডো যা লিখেছেন তা তাঁর দল ছাড়ারই ইঙ্গিত দেয়। সিআর সেভেন লিখেছেন, ”এই অধ্যায় শেষ। আর গল্পটা? এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।” রোনাল্ডোর এহেন বার্তার পরেই তাঁর নাম জুড়েছে কয়েকটি ক্লাবের সঙ্গে। সৌদি আরবের ক্লাব আল হিলাল, ব্রাজিলীয় ক্লাব বোতাফোগোর পাশাপাশি মরক্কোর ওয়াইদাদ অ্যাথলেটিক ক্লাব নাকি রোনাল্ডোকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এবার এক স্প্যানিশ মিডিয়ার খবর, মেক্সিকোর ক্লাব মোন্তেরে নাকি রোনাল্ডোকে পেতে আগ্রহ প্রকাশ করেছে। অল্প দিনের জন্য হলেও রোনাল্ডোকে দলে আনতে চায় তারা। এর প্রধান কারণ ক্লাব বিশ্বকাপ। আল হিলাল, বোতাফোগো, ওয়াইদাদ ও মোন্তেরে–এই চার ক্লাবই ক্লাব বিশ্বকাপ খেলার ছাড়পত্র জোগাড় করেছে। কিন্তু যা খবর ভেসে আসছে রোনাল্ডোকে নিয়ে, তাতে মেক্সিকোর ক্লাব মোন্তেরেই পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার ব্যাপারে এগিয়ে আছে। কারণ মেক্সিকোর এই ক্লাবের পক্ষেই রোনাল্ডোর আর্থিক চাহিদা মেটানো সম্ভব। আবার প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা সের্জিও রামোস রয়েছেন সেই ক্লাবে। শোনা যাচ্ছে ক্লাব বিশ্বকাপের আগে স্প্যানিশ প্রাক্তন ডিফেন্ডারই রোনাল্ডোকে ক্লাব মোন্তেরেতে নিয়ে যেতে চাইছেন। তবে রোনাল্ডোর তরফ থেকেও নতুন ক্লাবের ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। মেক্সিকোর ক্লাব মোন্তেরেও সরকারি ভাবে রোনাল্ডোর বিষয়ে কোনও মন্তব্য করেনি। ফলে রোনাল্ডোর নতুন ঠিকানা নিয়ে সেই জল্পনাই চলছে।