কলকাতা: সম্প্রতি নেপাল আর্ট কাউন্সিল গ্যালারি তে অনুষ্ঠিত হলো দ্বিতীয় আন্তজার্তিক ইন্দো-বাংলা-নেপাল-তিন দেশের যৌথ চিত্র প্রদর্শনী ২০২৫। এই প্রদর্শনীর আয়োজক ছিলো ভারতের চিত্র-অঙ্গন এবং নেপালের সোমা মডার্ন আর্ট সোসাইটি। এই প্রদর্শনীতে স্থান পায় ১০০ র বেশি বিভিন্ন ধরনের ছবি, যেমন জলরং, এক্রেলিক, প্রিন্ট মিডিয়া, অয়েল, মধুবনী কোলাজ, মিক্সড মিডিয়া এবং ভাস্কর্য। এই প্রদর্শনীর উদ্ধোধন করেন নেপালের বর্ষিয়ান চিত্রশিল্পী রতন কুমার রাই। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্তিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী নরেশ সাউজি, চিত্রকর স্বপন দেবনাথ, জীবন রাজ উপাধ্যায়, প্রবীর পাল, সন্দিপ দাস, সমীর দাস, রীতা দেবনাথ, রামানুজ বিশ্বাস, এশান প্রতিক, আফতার আলি রাজ। এই চিত্র ভাস্কর্য প্রদর্শনীতে ভারতের তথা বাংলার চিত্র-অঙ্গনের চল্লিশজন শিল্পী এই প্রদর্শনীতে অংশ নেয়। এই প্রদর্শনী উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে চিত্র – অঙ্গনের কর্ণধার এবং চিত্রশিল্পী- স্বপন দেবনাথ জানালেন সাউথ এশিয়ার যে কটি দেশ আছে যেমন নেপাল-ভারতবর্ষ-বাংলাদেশ এর সৌভ্রাতৃত্ব ও তাদের মেলবন্ধন ঘটানোর জন্য এই চিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য। চারদিনের এই চিত্র প্রদর্শনী সকল চিত্রমোদী দর্শকদের কাছে আকর্ষনীয় হয়ে উঠেছিল।










