মুখ্যমন্ত্রী বঞ্চনা করেছেন অভিযোগ তুলে কালীঘাট অভিযান যোগ্যদের

IMG-20250528-WA0267

বিকাশ ভবনের সামনে আন্দোলনের মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা৷ সেখানে আন্দোলনকারীদের প্রতিনিধি মেহবুব মণ্ডল বঞ্চনার অভিযোগে বলেন, “মুখ্যমন্ত্রী দুর্নীতির অংশ অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন৷ কিন্তু, আমরা যাঁরা যোগ্য হয়েও চাকরি হারালাম তাঁদের জন্য তিনি ভাবছেন না৷ আমাদের এখন সবার সঙ্গে চাকরির পরীক্ষায় বসে, ফের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে৷ সেখানে আমরা ব্যর্থ হতেও পারি৷ কারণ, আমরা কেউই প্রস্তুত নই৷”
সুবিচার ও চাকরি ফেরতের দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা বলেন মেহবুব মণ্ডল।
একইসঙ্গে আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল জানান, বৃহস্পতিবার তাঁদেরই মধ্যে থেকে মহিলাদের একটি প্রতিনিধি দল কালীঘাটে যাবে। মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে। আগামী দিনে আর কী কর্মসূচি তাঁরা নেবেন, সে ব্যাপারে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান চিন্ময়।
‘যোগ্য’ চাকরিহারারা জানাচ্ছেন, তাঁরা কী অবস্থায় রয়েছেন, কী কী পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সে ব্যাপারেই মুখ্যমন্ত্রীকে জানাতে চান। কারণ তাঁদের সঙ্গে সরাসরি তাঁর কথাই হয়নি। মহিলা প্রতিনিধি দল মনে করছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, দু-তরফে স্পষ্টত কথাবার্তার অভাব রয়েছে। তাই তাঁরা চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা বিষয়টি স্পষ্ট করতে। এছাড়া তাঁদের আর কোনও উদ্দেশ্য নেই কালীঘাট যাওয়ার, এমনটাই জানান তাঁরা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement