রায়না: পূর্ব বর্ধমান জেলার রায়নার ফকিরপুর গ্রামে কালীপূজা উপলক্ষে অভিনেতা রাজ দের বাড়িতে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজনীতির মঞ্চ ছেড়ে এদিন তাঁকে দেখা গেল পুকুর পাড়ে মাছ ধরতে। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বিজেপির রাজ্য মুখপাত্র রাজশ্রী লাহিড়ী, বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা, বিজেপি নেতা পিন্টু সাম এবং রায়না ও খণ্ডঘোষের একাধিক স্থানীয় নেতা-নেত্রী।দিলীপ ঘোষের মাছ ধরা দেখতে পুকুর পাড়ে ভিড় জমিয়েছিলেন গ্রামের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা। সংবাদমাধ্যমকে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। শুধু বলেন, “সব সময় রাজনীতি নয়।”
এর থেকে বোঝা যায়, কালীপূজার এই উৎসবে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত সময় উপভোগ করতেই আগ্রহী ছিলেন।