বিটেক ইঞ্জিনিয়ার, তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস-এ ১৫ বছর ধরে চাকরি৷ নদিয়ার কালিগঞ্জের বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের পরিচয় অবশ্য এটুকুই নয়৷ কালিগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুল্লাহ আহমেদের কন্যা আলিফা পাঁচ বছর নদিয়া জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব সামলেছেন৷ ফলে ৩৮ বছরের তরুণী, দুই সন্তানের মা আলিফা রাজনীতিতে নতুন, এ কথা বলা যাবে না৷কালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম আগেই শোনা গিয়েছিল৷ এ দিন সরকারি ভাবে উপনির্বাচনের জন্য প্রার্থী হিসেবে আলিফা আহমেদের নাম ঘোষণা করে দিল তৃণমূল৷ বাবার শূন্যস্থান পূরণ করে তিনিই বিধানসভায় পা রাখবেন, এ বিষয়ে আত্মবিশ্বাসী আলিফা নিজেও৷বাবার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ বিটেক ইঞ্জিনিয়ার আলিফা আহমেদের। ২০০৩ সালে কৃষ্ণনগরের হোলি ফ্যামিলি গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ২০০৫ সালে একই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। এরপর তিনি দূর্গাপুরের বিসিইটি-থেকে ২০০৯ সালে বিটেক ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেন তিনি। ২০০৯ সালে টিসিএস-এই চাকরিতে যোগ দেন আলিফা আত্মবিশ্বাসী আলিফা, জয় পেলে প্রথমেই কী করবেন প্রয়াত নাসিরুদ্দিনের কন্যা?২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে আলিফা আহমেদ নদিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। তবে শেষ পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করলেও এলাকায় তাঁর জনসংযোগ ছিল। বাবার মৃত্যুর পর ধরেই নেওয়া হয়েছিল তাঁকেই প্রার্থী করতে পারে দল। সেই মতো নিয়মিত জনসংযোগ করছিলেন তিনি।প্রার্থী হওয়ার পর এ দিনই কলকাতা থেকে কালিগঞ্জে ফিরেছেন আলিফা৷ তিনি বলেন, ‘প্রথমেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই আমাকে নির্বাচিত করার জন্য। আগে থেকে প্রস্তুত ছিলাম না। আমি ছোট থেকেই রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। রাজনীতির হাতেখড়ি বাবার থেকেই। ২০১১ সাল থেকে রাজনীতির সঙ্গে আমি যুক্ত। ২০২১ সালে বাবার নির্বাচনী কাজকর্ম পরিচালনার ভারও আমার উপরেই ছিল৷ বাবার করা উন্নয়নকে, দিদির উন্নয়নকে সামনে রেখে লড়তে চাই।আলিফা আরো জানান তিনি ছোটবেলা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করেন। তাই এবার যখন নির্বাচন এ দা ড়ানোর প্রস্তাব আসলো তখন আর তিনি না করেননি। জানালেন মানুষের পাশে মানুষের কাছে কাজ করতে চাই। আর এই সময়টাই হলো সবচাইতে আদর্শ।