সেল ট্যাক্স থেকে পড়ে মৃত্যু আইনজীবীর

IMG-20250527-WA0275

বেলেঘাটার ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সেস ও স্টেট জিএসটির অফিসের উপর থেকে পড়ে মৃত্যু হল এক আইনজীবীর। মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে প্রতিদিনের মতোই এই অফিসের সামনে থাকে ভিড়। হঠাৎ করেই আকাশছোঁয়া বিল্ডিংয়ের নিচে ভারী কিছু একটা পড়ার শব্দ কানে আসে সবারই। শব্দ শুনতে পেয়েই ছুটে আসেন ওই অফিসের নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা। এরপরই তাঁদের নজরে আসে কিছুক্ষণ আগেই যে ব্যক্তি আইনজীবী পরিচয় দিয়ে ঢুকেছিলেন তাঁরই দেহ মাটিতে পড়ে। থেঁতলে গিয়েছে তাঁর মাথা। রক্তে ভাসছে চারপাশ। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায় নি।সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০ টার কিছু সময় পরেই আচমকাই কোনও ভারী কিছু পড়ার একটা শব্দ শুনতে পান নিরাপত্তা রক্ষীরা। এরপরই উদ্ধার হয় বিল্ডিংয়ের নিচে পড় থাকা এক ব্য়ক্তির রক্তাক্ত দেহ। এরপর এন্টালি থানার পুলিশ উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে তিনি এই বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন নাকি বেসামাল হয়ে ওপর থেকে নিচে পড়ে গেছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ,ঝাঁপ দিয়ে দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। তাঁর কাছে কোনও পরিচয়পত্র রয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে জানা গেছে, নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সেলট্যাক্স বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছিলেন ওই ব্যক্তি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement