যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের চাকরি ফেরতের দাবিতে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য চিঠি দিয়েছিলেন। সেই মতো সোমবার বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে বঞ্চিত যোগ্য চাকরিহারারা বৈঠক করলেন। সুপ্রিম রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর রাজ্য সরকার সেই চাকরি তাঁদের কিভাবে ফেরত দেওয়ার ভাবনা চিন্তা করছে তা জানতে চান তাঁরা। সোমবার রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকের পর তাঁরা একপ্রকার স্পষ্ট করে এই কথাটাও জানিয়ে দিয়েছেন যে, নতুন করে কেউ পরীক্ষায় বসবেন না।
এদিন বৈঠকের পর আন্দোলনকারীদের তরফে প্রতিনিধি হাবিবুল্লা বলেন, “আমরা একাধিক দাবি নিয়ে গিয়েছিলাম। কিন্তু কিছুটা আশ্বস্ত হলেও, আমরা সব প্রশ্নের উত্তর পাইনি। তাই এবার আন্দোলন হবে দিল্লিমুখী।”
সাংবাদিক বৈঠকে বৃন্দাবন ঘোষ বলেন, চাকরি ফিরিয়ে আনার দাবি জানিয়েছি আমরা। নতুন করে নোটিফিকেশনের কথা শুনেছিলাম। এই বিষয়ে আমরা জানতে চাইলে শিক্ষাসচিব জানান সুপ্রিম কোর্টের উপরে কেউ নেই। আমরা প্রশ্ন রাখি রাজ্যের রিভিউ পিটিশিনের আগে কীভাবে নোটিফিকেশন দেওয়া হচ্ছে। আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি, কোনও ভাবেই নতুন করে পরীক্ষায় বসব না। অনেক রোগী আছেন, ক্যানসার পেশেন্ট আছেন, সকলের কথা ভেবে নতুন করে পরীক্ষা দিতে পারব না। নোটিফিকেশন আমরা চাই না।”