কমন এরিয়ার রেজিস্ট্রেশন বন্ধে উদ্যোগী পুরসভাঃ ফিরহাদ

IMG-20250523-WA0233

রুফটপ কমন এরিয়া। সেই জায়গা কোনওভাবেই বিক্রি করা যাবে না। কারণ, তা সকলের ব্যবহারের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে একটি এসওপি জারি করেছে। আগামী বুধবার সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই বিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন পুরমন্ত্রী। তারপর এই এসওপি কার্যকর করা হবে কিনা, সেই বিষয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এক প্রস্তাবের উত্তরে একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, নতুন করে যাতে কমন এরিয়ার রেজিস্ট্রেশন না হয়, তার জন্য আইজিআরের কাছে আবেদন জানানো হয়েছে। আবেদনে পরিষ্কার বলা হয়েছে, ছাদ কাউকে বিক্রি করা যাবে না। নাগরিকের সুরক্ষার উপর জোর দিতে হবে। অন্যদিকে, ৪৯ নম্বর ওয়ার্ডের শ্রদ্ধানন্দ পার্কে ক্যাপসুল পাম্পিং স্টেশন তৈরিতে বিলম্বের কারণ নিয়ে প্রশ্নের উত্তরে মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, সাইট খতিয়ে দেখে জল প্রকল্প গড়ে তোলা যায় কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবের উত্তরে দেবাশিস কুমার বলেন, দেশবন্ধু পার্কে ৫৪ বিঘে জমিতে পর্যাপ্ত জল সরবরাহের বিষয়টি নিশ্চিত করবে জল সরবরাহ বিভাগ। পর্যাপ্ত জল সরবরাহের বিষয়টি নিশ্চিত হলে তবেই দেশবন্ধু পার্কে উদ্যান বিভাগ জলের পাইপলাইন বসাবে। এদিন কাউন্সিলর সঞ্চিতা মিত্রর প্লাস্টিক সংক্রান্ত এক প্রস্তাবের উত্তরে মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, বর্তমানে এখন ১২০ মাইক্রন প্লাস্টিক ব্যবহার নিয়ে আলোচনা চলছে। প্লাস্টিকের ব্যবহার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পুজোর পরে ফের পথে নামবে কলকাতা পুরসভা। প্লাস্টিকের জেরে যে জল জমার সমস্যা হয়, সেদিকে লক্ষ্য রাখা দরকার। মানুষ বিভিন্ন জিনিস ক্রয় করছে, প্লাস্টিক ব্যবহার করে রাস্তায় ফেলে দিচ্ছে। অন্যান্য রাজ্য থেকে প্যাকেজিংয়ের মাধ্যমে প্লাস্টিক কলকাতায় চলে আসে। তা বন্ধ করতে হবে। মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, বেআইনি পার্কিং আছে কলকাতায়, তা অস্বীকার করব না। ৫৫৫টি রাস্তায় বৈধ ফি পার্কিং রয়েছে। ৫০০টি জায়গায় এক্সক্লুসিভ পার্কিং রয়েছে। আমরা পার্কিং চার্জের ক্ষেত্রে কোনওরকম পরিবর্তন করিনি। গত অর্থবর্ষে পার্কিং থেকে কলকাতা পুরসভার ২২ কোটি টাকা রেভিনিউ আদায় হয়েছে। আগে এখনও বেআইনি পার্কিংয়ের ট্র্যাকিং সিস্টেম ছিল না। এখন সেই ট্র্যাকিং সিস্টেম হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement