ভারত পাকিস্তান যুদ্ধের পর প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আরও শক্তিশালী করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে তরুণ তরুণীদের জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যে প্রশিক্ষণের জন্য সেন্টার চালু করা হয়েছে। গান্ধীনগরে ২৩০ একর জায়গা জুড়ে ২০১০ সালে গুজরাটে প্রথম এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়। চার বছরের প্রশিক্ষণের পর সাইবার সিকিউরিটি, সেনাবাহিনী ও রাজ্য পুলিশে তাঁদের নিয়োগের বিষয়ে জানালেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অবিনাশ খাইর ও ফেসিলিটি ডিরেক্টর রিদ্ধি ব্যানার্জী। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানালেন, ১৮ দেশ থেকে ১২০০ ছাত্র ছাত্রী প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে। ফিটনেস ও মানসিক প্রস্তুতির জন্য অলিম্পিক রিসার্চ সেন্টার করা হয়েছে। রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ দিয়ে কলকাতা পুলিশে আগামী দিনে নিয়োগ করা হয়েছে। পাসিঘাট সেন্টারে একটি ড্রাগ সেন্টার প্রশিক্ষণ কেন্দ্র তৈরী করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে ফরেন্সিক সায়েন্স বিভাগে সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাস না থাকায় অরুণাচল প্রদেশের পাশিঘাটে যে ক্যাম্পাস রয়েছে সেখানে কলকাতার ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আগামী দিনে দুবাইতে একটি প্রশিক্ষণ সেন্টারের সূচনা হতে চলেছে। এছাড়াও মধ্যপ্রদেশের গুরগাঁও সেন্টারের পরিকল্পনা রয়েছে।