রাজ আমলের প্রাচীন বিল্ডিং হেরিটেজ ঘোষণার আর্জি

IMG-20250521-WA0281

দিনহাটা: দিনহাটার বেশ কয়েকটি প্রাচীন বিল্ডিং এবং রাজ আমলের দর্শনীয় স্থানগুলিকে হেরিটেজ ঘোষণার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানাল কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনহাটা শাখা। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক শঙ্খনাদ আচার্য জেলা হেরিটেজ কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসকের কাছে লিখিতভাবে এই দাবি জানান। শঙ্খ জানিয়েছেন, দিনহাটা মহকুমায় বেশ কয়েকটি প্রাচীন বিল্ডিং এবং রাজ আমলের দর্শনীয় একাধিক জায়গা রয়েছে। তার মধ্যে রয়েছে মহকুমা শাসকের দফতর চত্বরে প্রশাসনিক ভবন যেটা ওল্ড কোর্ট হাউস। এছাড়াও রয়েছে দিনহাটার মদনমোহন বাড়ি মন্দির, রাজকুমার বালিকা বিদ্যালয়ের পুরনো বিল্ডিং, দিনহাটা হাই স্কুলের পুরনো বিল্ডিং, জৈন মন্দির, রাজমাতা দিঘী, গোসানিমারির কান্তেশ্বর মন্দির, রাজপাট, শিব মন্দির ছাড়াও বাউশমারির সিদ্ধেশ্বরী কালী মন্দির। প্রাচীন এই বিল্ডিং গুলি ছাড়াও রাজা আমলের দর্শনীয় মন্দিরও অন্যান্য জায়গা গুলিকে হেরিটেজের আওতায় আনতে সংগঠনের পক্ষ থেকে ইতিপূর্বে দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। কোচবিহার শহর আশপাশের প্রায় ১৫৫ টি জায়গাকে হেরিটেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দিনহাটা জেলার অন্যতম প্রাচীন শহর।তারপরেও দিনহাটা মহকুমার বেশ কয়েকটি প্রাচীন জায়গা এবং বিল্ডিংকে হেরিটেজ ঘোষণা নিয়ে একাধিকবার বৈঠক হলেও দিনহাটার যে প্রাচীন ইতিহাস গুলি রয়েছে সেগুলি হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়নি। দিনহাটার বেশকিছু জায়গা রয়েছে যেখানে রাজ আমলের নানা ইতিহাস বহন করে চলছে। সেই জায়গা গুলি হেরিটেজের আওতায় এলে পর্যটকদের কাছেও আরও আকর্ষিত হয়ে উঠবে। সে ক্ষেত্রে আর্থিকভাবেও এগিয়ে যাবে দিনহাটা মহকুমা।দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন,”দিনহাটার প্রাচীন একাধিক জায়গা রয়েছে যেগুলি প্রশাসনের পক্ষ থেকে হেরিটেজের আওতায় আনা হলে পর্যটকদের আনাগোনা যেমন বাড়বে তেমনি ব্যবসা-বাণিজ্য অনেকটাই ভাল হবে। সে ক্ষেত্রে সম্ভাবনাময় পর্যটন শিল্পের উন্নয়ন ঘটবে দিনহাটা মহকুমায়। দিনহাটার এই প্রাচীন বেশ কয়েকটি বিল্ডিং ছাড়াও ঐতিহ্যবাহী জায়গাগুলিকে হেরিটেজের আওতায় আনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দাবি জানাব।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement