শিলিগুড়িতে হদিস ব্রাউন সুগার তৈরির কারখানা

stash-drugs-money-showing-high-600nw-24086359

শিলিগুড়ি: শিলিগুড়িতে পাওয়া গেল ব্রাউন সুগার তৈরির কারখানা। মাটিগাড়া থানার অন্তর্গত লোকনাথ কলোনিতেই তৈরি হচ্ছিল ব্রাউন সুগার। মঙ্গলবার অভিযান চালিয়ে এর পর্দা ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ব্রাউন সুগার তৈরীর কাঁচামাল ও নগদ প্রায় ১২ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোকনাথ কলোনীর বাসিন্দা ওহাদূর শেখ ও তার স্ত্রী সোনাম নিজের বিলাসবহুল বাড়িতে ব্রাউন সুগার কারখানা খুলে বসে। প্রায় বছর তিনেক ধরেই রমরমিয়ে চলছিল তার এই ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালীন সেখানে হাতেনাতে ধরে ফেলে ব্রাউন সুগার তৈরীর কাঁচামাল সরবরাহকারী এক ব্যক্তিকে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল। সে মালদার বাসিন্দা। মূলত ব্রাউন সুগার তৈরির কাঁচামাল ওয়াহাদুর শেখকে সরবরাহ করত সে। ঘটনায় পুলিশ ওয়াদুর শেখ তার স্ত্রী সোনম ও মহ: আবদুলকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার, কাঁচামাল এবং নগদ ১২ লক্ষ টাকারও বেশি উদ্ধার হয়েছে। পুলিশ জানতে পেরেছে, ধৃত ওয়াহাদুর শেখ মাদক পাচার করতে গিয়ে আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। প্রায় চার বছর জেলে ছিল সে। জেল থেকে বেরিয়েই নিজের বাড়িতে ব্রাউন সুগার তৈরি করে শুরু করে। ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement