অভিষেকের ব্যাখ্যায় তৃণমূলে পারফরম্যান্স শেষ কথা

IMG-20250519-WA0278

সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদল হয়েছে। সেই বিষয়ে সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দোপাধ্যায় মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। দলে পরিবর্তন করা হয়েছে, একাধিক চেয়ারম্যান পদে। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন এমন সিদ্ধান্ত, সে কথা কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন তিনি।
তাঁর কথায়, সংগঠনে রদবদলের সূচক একটিই— ‘পারফরম্যান্স’। গত লোকসভা নির্বাচনের ফলাফল এবং সারা বছরের সাংগঠনিক কর্মকাণ্ড, দু’টি বিষয় পর্যালোচনার ভিত্তিতে দল পরিশ্রমীদের পুরস্কৃত করেছে। যাতে অনুমোদন রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অভিষেক বলেন. “অনেককে জেলাস্তরে নতুন করে সুযোগ করে দেওয়া হয়েছে। যাঁরা খুব ভালো চেষ্টা করেছে, কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি, তাঁদেরকেও পুরস্কৃত করেছি অনেক জায়গায়।”
বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। আন্দোলনকারীদের উদ্দেশে এদিন তাঁর পরামর্শ, আন্দোলন চলুক, তবে তাতে রাজনৈতিক রং না লাগতে দিয়ে প্রতিবাদ যেন গণতন্ত্রের পথে হয়।
তাঁর বক্তব্য, ‘আন্দোলন হবে অহিংসার পথে, গণতন্ত্রের পথে। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, আমরাও আন্দোলন করেছি। কিন্তু মনে রাখতে হবে, প্রতিবাদ প্রদর্শন করা মানেই হিংসাত্মক আচরণ নয়।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement