নয়াদিল্লি: অপারেশন সিঁদুর এবং সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ধারাবাহিক লড়াইয়ের সূত্র ধরে চলতি মাসের শেষ দিকে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ সহযোগী বিভিন্ন দেশ সফর করবে।এই সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশবাসীর সহমতের বার্তা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য-সহনশীলতার কঠোর বার্তাও বিশ্বের দরবারে পৌঁছে দেবেন। প্রতিটি প্রতিনিধি দলে বিভিন্ন দলের সাংসদ, উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট কূটনীতিকরা থাকবেন। এই সাতটি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা সাংসদরা হলেন : শশী থারুর, জাতীয় কংগ্রেস, রবিশঙ্কর প্রসাদ, বিজেপি, সঞ্জয় কুমার ঝা, জেডিইউ, বৈজয়ন্ত পান্ডা, বিজেপি, মতী কানিমোঝি করুণানিধি, ডিএমকে, মতী সুপ্রিয়া সুলে, এনসিপি, কান্ত একনাথ শিন্ডে, শিবসেনা।