নবজাতক ভূমিষ্ঠ হল চলন্ত তিস্তা তোর্সা এক্সপ্রেসে

IMG-20250514-WA0214

শিলিগুড়ি: চলন্ত তিস্তা তোর্সা এক্সপ্রেস এ সন্তান প্রসব করলেন আর যাত্রী। খুব সম্ভবত তারা আলিপুরদুয়ার থেকে কলকাতা যাচ্ছিলেন। সথাই প্রসব বেদনা উঠে ওই মহিলার। সাথে সাথে সাহায্য করতে ছুটে আসে আশেপাশের মহিলা যাত্রীরা। তাদের সাহায্যে ওই মহিলা সন্তান প্রসব করেন। ওইখানেই ছিলেন এক ডাক্তার তিনিও যথেষ্ট সাহায্য করেন। ওই মহিলা স্বামী জানিয়েছেন যেভাবে সহযাত্রীরা এবং রেলে কর্তৃপক্ষ পাশে এসে দাঁড়ালেন তাতে কোন প্রশংসাই যথেষ্ট নয়। এভাবে মানুষ যদি মানুষের পাশে থাকে তবেই তো পৃথিবীতে চলবে। তিস্তা তোর্সা এক্সপ্রেস স্টেশনে ঢোকা মাত্রই উঠে আসেন রেলের ডাক্তার। তাদেরই সাহায্যে ওই মহিলা যাত্রীকে নার্সিংহোমে পাঠানো হয়। রেল এর তরফ থেকে জানানো হয়েছে ওই মহিলা যাতে সুস্থ থেকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন তার জন্য সব ব্যবস্থা করে দেবেন তারা। রেল থেকে নিখরচায় সহজ ভাবে চিকিৎসা হবে ওই যাত্রীর। এদিকে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে ফেসবুকে প্রশংসার বন্যার ছড়িয়ে যায়। হয়ে যাচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। যাত্রী আত্মীয়রা ধন্যবাদ দিয়েছে এবং রেল থাকা সহযাত্রীদের।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement