মেসির গোলেও লজ্জাজনক হার মায়ামির

IMG-20250511-WA0233

ফ্লোরিডা: ইন্টার মায়ামির জন্য এটি ছিল একদম ভুলে যাওয়ার মতো রাত। মেজর লিগ সকারে মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। লিওনেল মেসি একটি গোল করলেও দলকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নেয় মিনেসোটা ইউনাইটেড। আক্রমণাত্মক ফুটবলের সামনে একেবারেই অসহায় দেখা গেছে ইন্টার মায়ামিকে। প্রথমার্ধেই হোলাগোয়ানে ও অ্যান্থনি মারকানিসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিনেসোটা। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিছুটা আশা জাগান লিওনেল মেসি। জর্দি আলবার দারুণ এক পাস থেকে চমৎকার গোল করেন তিনি। তবে সেটি ছিল মুহূর্তের ঝলক। গোলের পরও খেলার গতি পাল্টায়নি। ম্যাচের ৬৮তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট একটি আত্মঘাতী গোল করে ইন্টার মায়ামিকে আরো চাপে ফেলেন। তার দুই মিনিট পর রবিন লড প্রতিপক্ষের জালে চতুর্থবার বল পাঠিয়ে ইন্টার মায়ামির সব আশাই শেষ করে দেন। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। ইন্টার মায়ামি সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। এই সময়ের মধ্যে দলটি হজম করেছে মোট ১৪ গোল।মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। অন্যদিকে, ওয়েস্টার্ন কনফারেন্সে সমান ম্যাচে ২২ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দুর্দান্ত ফর্মে থাকা মিনেসোটা ইউনাইটেড।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement