সুরেন্দ্রনাথ কলেজ প্রেক্ষাগৃহে তৃতীয় বর্ষ বঙ্গ সন্তান সম্মান ২০২৫ প্রদান করল ‘বং সিনেমাটিক’। রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের আরক্ষ বিভাগের মুখ্য আইন প্রশিক্ষক সমরেন্দ্র চক্রবর্তী, রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উপ সচিব দিলীপকুমার বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ প্রদান করল ‘বং সিনেমাটিক’।

‘বং সিনেমাটিক’-এর পক্ষে কর্ণধার বিশ্বরূপ সিনহা জানিয়েছেন, “আজ অপরাহ্ণে সংস্থার বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ রূপে ২২ জন কৃতি ব্যক্তিদের হাতে তৃতীয় পর্যায়ের ‘বঙ্গ সন্তান সম্মান ২০২৫’ প্রদান করা হয়েছে।”